মাছ চাষের সময় সাথী মাছ হিসেবে ব্লাক কার্প মাছ চাষ পদ্ধতি,01303823622
Автор: Subroto Roy
Загружено: 2025-08-28
Просмотров: 112
Описание:
সম্মানিত মাছ চাষী বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের সামনে কিছু বিষয়ে শেয়ার করব ব্ল্যাক কাপ মাছ সম্পর্কে । মাছ চাষ করার পর মাছ বিক্রয় করার সময় যখন আমাদের পুকুরে এক্সট্রা কিছু বড় সাইজের মাছ থাকে তখন লাভের অংকটা যাই থাকুক না কেন আনন্দের বিষয়টা সীমাহীন থাকে এবং সেই মাছ যদি হয় ব্ল্যাক কাপ তাহলে তো কোন কথাই নেই । আপনারা ভাবতে পারেন যে এত এত মাছ থাকার পরেও ব্লাক কাপ মাছকে আপনি কেন লাভজনক সাথীমাস হিসেবে বেছে নিলেন তো এর প্রধান কারণই হচ্ছে এই মাছ চাষ কালীন সময়ে আপনাকে কোন প্রকার ফিট খাবার বা হাতে বানানো খাবার খাওয়াতে হবে না অন্যান্য যে কোন কার্প জাতীয় মাছের চাইতে একই সময়ে প্রায় তিনগুণ চার গুণ পর্যন্ত বড় হয়ে থাকে এখন আপনার প্রশ্ন হতে পারে কোন প্রকার খাবার ছাড়া কিভাবে মাছ চাষ করা যায় মাছ অবশ্যই খাবার খাবে তবে সেটা হাতে বানানো খাবার বা ফিট খাবার না দিলেও চলবে , আপনার পুকুরে যদি শামুক থাকে সেক্ষেত্রে এই ব্লাক কাপ মাছ চাষ করলে খুব দ্রুত বড় হবে তার কারণ ব্লাক কাপ মাছের প্রধান খাবারই হচ্ছে সামুক অন্যান্য মাছ চাষের সময় যখন আপনার পুকুরে শামুক থাকবে তখন কিন্তু অনেক সময় শামুকের কারণে মাছ সঠিকভাবে খাবার খেতে পারে না বা মাছ বড় হয় না কিন্তু যদি আপনি ব্লাক কাপ মাছ সাথী মাছ হিসেবে চাষ করেন সেক্ষেত্রে একই পুকুরে একই সময়ে শামুক নিধন হয়ে যাবে অপরদিকে শামুখ খেয়ে ব্ল্যাক কাপ মাছ বড় হয়ে যাবে । পর্যাপ্ত পরিমাণে খাবার পেলে এক বছরে একটি ব্লাক কাপ প্রায় চার থেকে পাঁচ কেজি পর্যন্ত বড় হয় ।
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই ব্লাক কাপ মাছ কি কি মাছের সাথে চাষ করা যায় ব্ল্যাক কাপ মাছ বড় সাইজের রাক্ষুসে মাছ যেমন বোয়াল চিতল সোল ইত্যাদি এই জাতীয় মাছ ছাড়া শিং মাগুর টেংরা গুলশা পাবদা রুই কাতল মৃগেল সিলভার ব্রিকেট ইত্যাদি এই জাতীয় মাছের সাথে সাথী মাছ হিসেবে চাষ করতে পারবেন ।
যে সকল মাছ চাষী ভাই ব্লাক কাপ মাছের পোনা চাষ করতে ইচ্ছুক মাছের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ব্লাক কাপ মাছের পোনা সাশ্রয়ী মূল্যে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি ,
আমাদের ঠিকানা, ধলা, ত্রিশাল, ময়মনসিংহ।
#ব্ল্যাককাপ
#ব্ল্যাককাপমাছেরপোনা
#ব্ল্যাককাপমাছেরখাবার
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: