Tanggon Barrage - টাঙ্গন ব্যারেজ l Tarif The Traveller
Автор: Tarif The Traveller
Загружено: 2022-08-09
Просмотров: 453
Описание:
টাঙ্গন বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত নদী। টাঙ্গন পুনর্ভবা নদীর একটি উপনদী।দু’দেশের পানি ভাগাভাগি নিয়ন্ত্রণে নির্মাণ করা হয়েছে টাঙ্গন ব্যারেজ।
উদ্দেশ্যঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার রাজাগাঁও ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের চাপাতি গ্রামে অবস্থিত টাঙ্গন ব্যারেজটির বাস্তবায়ন ১৯৮৪ সালে শুরু হয়। পরে বেগম খালেদা জিয়ার শাসনকালে ১৯৯২-১৯৯৩ সালের মধ্যে এর কাজ শেষ হয়। মূলত ওই এলাকার আমন মৌসুমে সেচ সুবিধা প্রদান করাই প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল।
কিভাবে যাবেনঃ
ঠাকুরগাঁও শহর থেকে উত্তরে, সেনুয়া নদীর ওপর হয়ে ১৯ কিলোমিটার গেলেই দেখা মিলবে এই টাঙ্গন ব্যারেজ এর। অটোবাইক, মটোরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে ও সেখানে যাওয়া যায়।
ঠাকুরগাঁও চৌরাস্তা থেকে অটো যোগে প্রথম এ পাটিয়াডাঙ্গী বাজারে যেতে হবে। ভাড়া পড়বে জনপ্রতি ৪০ - ৫০ টাকা। পাটিয়াডাঙ্গী বাজার থেকে টাঙ্গন ব্যারেজের দূরত্ব প্রায় চার কিলোমিটার।
বাজার থেকে ভ্যান বা অটোরিকশায় যেতে হবে টাঙ্গন ব্যারেজ এ। জনপ্রতি ভাড়া পড়বে ২০ টাকা।
....................................................................................................………………………………..................................
বর্ষা মৌসুমে এই ব্যারেজ এলাকা ভ্রমণ পিপাসুদের দৃষ্টি কেড়ছে। বর্ষাকালে প্রাকৃতিক সৌন্দর্যের এক ভিন্ন রূপ ছড়িয়ে থাকে এই ব্যারেজ এলাকায়। অবশ্য শীতকালেও এক ভিন্ন রূপ দেখা যায় এই এলাকায়।
আশাকরি ভিডিও টা আপনাদের ভালো লেগেছে।
আর ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন নাহ কিন্তু।
আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোন এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন।
Official FB page :https://www.facebook.com/profile.php?...
Instagram : / tarif_islam_07
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: