আললীকদম আন্ধারমানিক অভিযান | Alikodom Andharmanik expedition ( অরণ্যের অভিযাএী) এ ট্রাভেল গ্রুরুপ।
Автор: অরণ্যের অভিযাত্রী
Загружено: 2020-02-07
Просмотров: 84
Описание:
ইট-পাথরে ঘেরা যান্ত্রিক এই নগরিতে হয়ত আপনি হাঁপিয়ে উঠছেন প্রতিনিয়ত, সারা দিনের ক্লান্তি শেষে যখন দুচোখের পাতা এক হয়ে যায়,তখন নিশ্চয়ই আপনার অবসাদ মন খুঁজে বেড়ায় এমন কোন স্বপ্নপুরির রাজ্য, যেখানে থাকবেনা শহুরে দূষিত বাতাস, থাকবেনা হই –হুল্লোর আর চেচামেচি, দুচোখ মেলে চেয়ে দেখবেন মাথার উপর দিগন্ত জুড়ে নিল আসমান আর ভাববেন আসমানটাকি আসলেই এত্ত বড়! এভাবে বোধয় কখনই আপনার আকাশ দেখা হয়নি। কান না পাতলেও শুনতে পারবেন পাখির কিচির মিচির, বহু উপর থেকে আচরে পড়া পানির শব্দ আর পাতায় পাতায় আওয়াজ করা কচকচ। স্বপ্ন স্বপ্ন এ শুধুই স্বপ্ন। মাঝরাতে পাশের মানুষটির নাকের গড় গড় শব্দে ভাংগলো আপনার ঘুম। সেই সাথে ভাংলো আপনার মনও। ভাবছেন আরে স্বপ্ন তো স্বপ্নই একি আর বাস্তবে সম্ভব? আহহহ্ যদি হত! দুচোখ কোচলে আপনি আবার ঘুমিয়ে গেলেন।
“অরণ্যের অভিযাত্রী”- ভ্রমন বিষয়ক এই গ্রুপটি আপনার মত স্বপ্নবাজদেরই খুঁজে বেড়াচ্ছে। আপনার স্বপ্নের চেয়েও সুন্দর জগৎ সেখানে পাবেন। চলুন তাদের কাছেই শুনে আসি তারা কি কি আপনাকে দেখাবে......
ইট,পাথরে ঘেরা যান্ত্রিক জীবনকে এড়িয়ে প্রকৃতির মাঝে নিজেকে সঁপে দেওয়ার বিকল্প আর কি হতে পারে? চলুন অভিযাত্রী হই।
শহরের যান্ত্রিক জীবন ছেড়ে আমরা অভিযাত্রী হয়ে ছুটে চলে যাবো সমুদ্র পানে; ঢেউয়ের গর্জনের টানে। নির্জন ঝিরিপথ সন্তর্পণে, হেঁটে চলে যাবো অচেনা কোন ঝর্ণাধারায়। নিজেকে ভিজিয়ে শীতল করবো যান্ত্রিকতার সকল গ্লানি।
আবার অচেনা কোন ট্রেইল ধরে গহীন অরণ্যের মাঝে, অভিযাত্রীক হয়ে ছুটবো স্বপ্নচূড়ার খোঁজে।
সবুজপাহাড় আর মেঘের মাঝে ডুব দিতে কার না ভালো লাগে? তাই হুট করেই আমরা কখনও বেড়িয়ে পড়বো পাহাড় ভ্রমণে। রাত কাটিয়ে দেবো অচেনা কোনো জুম ঘরে, বা কখনও মিশে যাবো পাহাড়ি সংস্কৃতিতে, আর ঘুরে বেড়াবো পাহাড়ি পাড়ায় পাড়ায়। কখনও আবার ডুব দিবো মেঘের মাচায়।
অথবা পূর্ণিমার রাতে ভাসিয়ে দিয়ে ডিঙি নৌকা উড়িয়ে দিবো, না-হয় পাল। জোছনায় স্নান করে রাতটাও কাটিয়ে দিবো কোনো এক নদীর তীরে।
কখনো বা হারিয়ে যাবো অজানা কোনো দ্বীপে নতুবা কনো চরে। তাঁরা গুনতে গুনতে রাতটাও কাটিয়ে দিবো স্বপ্নের সেই তাঁবু বাসে।
👉👉 প্রতিটি ট্রাভেল গ্রুপেরই দিনশেষে ভ্রমন মুখ্য। তাই, ট্রাভেল গ্রুপের নিয়ম কানুন ও অনেকটা একই রকম। আর আমরা আমাদের এই {অরণ্যের অভিযাত্রী} পরিবারের সাথে ভ্রমণ অভিজ্ঞতার গল্প, ছবি, ভালোলাগা, অভিজ্ঞতা নিয়েই এই ট্রাভেল গ্রুপ। যাতে আপনাদের ভ্রমণ আরো সুখকর হয়। যাতে আপনাদের মানসপটে চির অম্লান হয়ে থাকে ভ্রমণগুলি।
যদি কারো অজানাকে জানার প্রচন্ড রকমের ইচ্ছে থাকে। তাহলে ইচ্ছেগুলি প্রকাশ করে বেরিয়ে পড়ুন আমাদের সাথে। নতুন বা পুরনো যে কোন গন্তব্যের খোঁজেই আমরা আছি আপনাদের পাশে। 😊
🏞প্রকৃতি ও পরিবেশ হবে আমাদের মূল লক্ষ্য। আমাদের দ্বারা প্রকৃতি ও পরিবেশের কোনো ক্ষতি যেন না হয় সে ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
প্রায়-ই আপনাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে বিভিন্ন ইভেন্ট তৈরি করবো আমরা। সেইসব ইভেন্টে আমরা আমাদের যোগ্যতা, যথাযথ সার্ভিস ও কোয়ালিটি নিয়ে প্রস্তুত থাকবো সর্বদাই।
{অরণ্যের অভিযাত্রী}
ভ্রমন বিষয়ক এই গ্রুপটি আপনার মত স্বপ্নবাজদেরই খুঁজে বেড়াচ্ছে। আপনার স্বপ্নের চেয়েও সুন্দর জগত সেখানে পাবেন। চলুন তাদের কাছেই শুনে আসি তারা কি কি আপনাদের দেখাবে ঃ-
👉 ব্যাকপ্যাকিং 🏕🏜🏝
👉 সলো ট্র্যাকিং 🚶🏃
👉 অ্যাডভেঞ্চার 🌋🗻🏞
👉 হাওর বিলাস ⛵🚣🌌
👉 রিল্যাক্স ট্রিপ 🌜🌞🏖
👉 হেরিটেজ ট্যুর 🕌🏛🏰
👉 বিদেশ ভ্রমন 🌍🗼🗺
👉 দেশ ও বিদেশে পাবলিক ইভেন্ট সহ পারিবারিক ও কাপল ট্যুরর আয়োজন থাকে আমাদের অরণ্যের অভিযাত্রী পরিবারের সদস্যরা।
|🇧🇩 পরিচ্ছন্ন পর্যটন শিপ্লের জিয়নকাঠিতে যেন সোনার বাংলাদেশ গড়ে উঠে৷ |🇧🇩
|🇧🇩 #A_travel_group
#অরণ্যের_অভিযাত্রী
#adventure_tourism
#নাম্বারঃ- 01680330422 - 01922007664-01988006144
আমাদের সুন্দর এই দেশ সহ পৃথিবীর সৌন্দর্য টাকেও সবার সামনে ধরতে পারি।এবং ভ্রমনের পরিবেশ পরিচ্ছন্নতা ব্যপারে সবাইকে সচেতন করতে পারি, দোয়া করবেন।
এর জন্য আপনার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।
নিচে আমাদের গ্ৰুপে {অরণ্যের অভিযাএী} যোগদান করার লিঙ্ক দেয়া আছে। আমাদের আমন্ত্রনটি গ্রহণ করার অনুরোধ রইল।
https://www.facebook.com/groups/16501...
/ অরণ্যের-অভিযাএী-112754630597214
/ mdshakhawat.hossain.7547
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: