পদাশ্রিত নির্দেশক | পদাশ্রিত নির্দেশক কাকে বলে? | পদাশ্রিত নির্দেশক বলতে কি বুঝায়? [
Автор: ACADEMIC-EDUCATION
Загружено: 2025-09-10
Просмотров: 180
Описание:
🟢 পদাশ্রিত নির্দেশক
🔴 কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না
কোনো পদের আশ্রয়ে বা পরে
সংযুক্ত হয়ে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা
জ্ঞাপন করে, এগুলোকে
পদাশ্রিত নির্দেশক বলে।
🔴 বাংলায় নির্দিষ্টতা জ্ঞাপন প্রত্যয় হলো
টা, টি, খানা, খানি ইত্যাদি।
🔴 বচনভেদে পদাশ্রিত নির্দেশকের
বিভিন্নতা লক্ষ্য করা যায়।
বচন হলো দুই প্রকার।
১. একবচন এবং
২. বহুবচন।
একবচন শুধুমাত্র একটার ক্ষেত্রে
এবং বহুবচন দুই বা ততোধিক ক্ষেত্রে।
🔴 একবচনের ক্ষেত্রে টা, টি,
খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি
পদাশ্রিত নির্দেশকগুলো ব্যবহৃত হয়।
যেমনঃ টাকাটা, বাড়িটি,
গামছাখানা, কাপড়খানি ইত্যাদি।
🔴 বহুবচনের ক্ষেত্রে গুলা, গুলি,
গুলো, গুলিন ইত্যাদি পদাশ্রিত
নির্দেশকগুলো ব্যবহৃত হয়।
যেমনঃ মানুষগুলো, লোকগুলি
আমগুলো, পটলগুলি ইত্যাদি।
🔴 'এক' শব্দের সাথে যদি টা, টি,
খানা, খানি ইত্যাদি বসে
তখন সেখানে অনির্দিষ্টতা বোঝায়।
কিন্তু এক বাদে অন্য সংখ্যাবাচক
শব্দের ক্ষেত্রে নির্দিষ্টতা বোঝায়।
কলম তিনটি দাও।
এখানে তিনটি নির্দিষ্টতা বোঝায়।
🔴 কিছু কিছু সময় নিরর্থক অর্থেও
টা, টি, খানা, খানি
ব্যবহৃত হতে পারে।
সারাটি সকাল বসে আছি।
এখানে 'টি' হলো নিরর্থক।
🔴 কিছু কিছু সময় সর্বনামের সাথে
টা, টি, খানা, খানি যুক্ত হয়ে
সুনির্দিষ্ট হয়ে যায়।
যেমনঃ ও-টি যেন কার বই?
ও-টা যেন কার ভাই? ইত্যাদি।
🔴 গোটা বচনবাচক শব্দের আগে বসে
এবং সংশ্লিষ্ট শব্দটি নির্দিষ্টতা
না বুঝিয়ে অনির্দিষ্টতা বোঝায়।
যেমনঃ গোটা দুই কমলালেবু আছে।
এখানে গোটা অনির্দিষ্টতা বোঝায়।
🔴 ছন্দে বা কবিতায় 'খানি' নির্দিষ্ট
অর্থ প্রকাশ করে।
যেমনঃ একখানি ছোট ক্ষেত,
এখানে 'খানি' নির্দিষ্টতা বোঝায়।
🔴 বিশেষ অর্থে কয়েকটি শব্দ
নির্দিষ্টতা জ্ঞাপন করে।
এগুলো হলো 'তা' এবং 'পাটি' ইত্যাদি।
যেমনঃ দশ তা কাগজ।
এখানে 'তা' নির্দিষ্টতা বোঝায়।
যেমনঃ এক পাটি জুতা ছিড়ে গেছে।
এখানে 'পাটি' নির্দিষ্টতা বোঝায়।
#পদাশ্রিত_নির্দেশক
#বাংলাব্যাকরণ
[ACADEMIC-EDUCATION]
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: