ভারতের গণমাধ্যমে বাংলাদেশ | অর্ক ভাদুড়ি | প্রতিবয়ান | Bangladesh in Indian Media
Автор: বিশ্বাস BISWAS
Загружено: 2024-12-27
Просмотров: 84
Описание:
পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের গণমাধ্যম ও ইন্টারনেট পরিসর কেন দুনিয়ার সবচেয়ে বেশি তথ্যব্যাধি (Information disorder) ছড়াচ্ছে?
কোন নীতিতে বিজেপিশাসিত ভারতের গণমাধ্যমে বাংলাদেশকে কাভারেজ দেওয়া হয়?
ভারতের গণমাধ্যম কি বাংলাদেশ-ভারতের সাধারণ মানুষের ইতিবাচক যোগাযোগ চায়?
৫ আগস্ট, ২০২৪ এর আগে ও পরে ভারতের গণমাধ্যমে বাংলাদেশের চিত্রায়ণ কি বদলে গেছে?
এইসব বিষয়সহ সমসাময়িক অন্যান্য অনেক কিছু নিয়ে কথা বলতে ২৭ ডিসেম্বর, ২০২৪ শুক্রবার #প্রতিবয়ান এর দ্বিতীয় অধিবেশনে উপস্থিত হবেন জননন্দিত ভারতীয় সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক Arka Bhaduri ৷
দাদা অর্ক ভাদুড়িকে দেখতে ও প্রশ্ন করতে ২৭ ডিসেম্বর বাংলাদেশ সময় ঠিক রাত ৯:০০টা এবং ভারতীয় সময় রাত সাড়ে ৮:০০ টায় প্রতিবয়ান এর ফেসবুক পাতায় নজর রাখুন।
জানুন, জানান, শেয়ার করুন এবং প্রশ্ন তুলুন। মনে রাখবেন—প্রশ্নই উত্তর।
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ: সাংবাদিকতা, নাকি রাজনৈতিক তৎপরতা?
#ভারতীয় গণমাধ্যমে #বাংলাদেশ: #সাংবাদিকতা, নাকি #সাম্প্রদায়িকতা?
আলাপচারীর পরিচয়:
অর্ক ভাদুড়ি ব্রিটেনভিত্তিক আর্ন্তজাতিক অনলাইন মিডিয়া ‘দ্য ইন্টারন্যাশনাল ম্যাগ' এর এক্সিকিউটিভ এডিটর হিসেবে কর্মরত।
ব্রিটেনের দৈনিক সংবাদপত্র মর্নিং স্টার, ভারতীয় পত্রিকা আউটলুক, দ্য ওয়ার, আনন্দবাজার পত্রিকা, এই সময়, সংবাদ প্রতিদিন, ইন্ডিয়ান এক্সপ্রেসে’র নিয়মিত লেখক।
বাংলা ওয়েব পোর্টাল নাগরিক ডট ইন এবং দক্ষিণ এশিয়ার ইংরেজি ওয়েব পোর্টাল দ্য হ্যামারের অন্যতম প্রতিষ্ঠাতা অর্ক ভাদুড়ি।
আগ্রহের বিষয় মূলত আর্ন্তজাতিক রাজনীতি, একুশ শতকের বামপন্থা, ফিলিস্তিন সংকট।
সাংবাদিকতার বাইরে অধিকারকর্মী হিসেবে ব্রিটেনের প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন-পিএসসি’র সংগঠক৷
ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতক অর্ক ভাদুড়ি কলকাতা এবং লন্ডন শহরকেন্দ্রীক জীবনযাপন করছেন।
প্রশ্নশ্রমিক: মঈনুল রাকীব পড়েন, দেখেন, চিন্তা করেন ও প্রশ্ন তোলেন। গণমাধ্যম, কৃষ্টি, ভূরাজনীতি ইত্যাদি বিষয়ে আগ্রহী। ‘বিশ্বায়ন, সাংস্কৃতিক আগ্রাসন ও গণমাধ্যম’ শীর্ষক একটি গ্রন্থ রচনা করেছেন।
#প্রতিবয়ান #BangladeshIndia #RBangla #Disinformation
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: