জাগো বিদ্রোহী - আন্দোলনের প্রেরণাদায়ক গান | motivational song, protest song
Автор: Vorer Surjo
Загружено: 2024-08-03
Просмотров: 25
Описание:
"জাগো বিদ্রোহী" - কোটা বিরোধী আন্দোলনের প্রেরণাদায়ক গান। এই গানটি কাজী নজরুল ইসলামের "বিদ্রোহী" কবিতার ঢঙে রচিত হয়েছে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আন্দোলনের বার্তা ছড়িয়ে দিন।
*গানের কথাঃ*
প্রথম স্তবক:
জাগো বিদ্রোহী, রুখে দাঁড়াও, নির্ভীক সাহসে,
নির্যাতনের শৃঙ্খল ভাঙো, ন্যায়ের প্রত্যাশায়।
নিশ্চুপ রাতের অন্ধকারে, জ্বলুক আগুনের শিখা,
স্বাধীনতার দীপ্তিতে, ছুটে চল একতায়।
কথায় কথায়, শাসনের জাল, ধরো মুঠির ভরে,
অন্যায়ের বিরুদ্ধে, গর্জে ওঠো, আমরা হবো সবে।
কোরাস:
আমরা বিদ্রোহী, অন্যায়ের প্রতীক,
শোষণের শৃঙ্খল ভাঙবো, ন্যায়ের পথিক।
আমরা রুখে দাঁড়াবো, সত্যের পথে,
জাগবে নতুন সূর্য, মুক্তির আহ্বানে।
দ্বিতীয় স্তবক:
জাগো বিদ্রোহী, জাগাও চেতন, সবলে সাড়া দাও,
শোষিতের কণ্ঠে, প্রতিধ্বনি তুল, শত্রুকে হারাও।
জ্বলুক রক্তে, প্রতিজ্ঞার আলো, একতায় চল,
নির্ভীক হয়ে, লড়াই করো, বিজয়ের অনল।
শাসকের চোখে, প্রতিবাদের অগ্নি, দেখাও স্পষ্ট,
আমরা হবো মুক্ত, অন্যায়ের বিরুদ্ধে, আমরা রুখবো চিরকাল।
কোরাস:
আমরা বিদ্রোহী, অন্যায়ের প্রতীক,
শোষণের শৃঙ্খল ভাঙবো, ন্যায়ের পথিক।
আমরা রুখে দাঁড়াবো, সত্যের পথে,
জাগবে নতুন সূর্য, মুক্তির আহ্বানে।
তৃতীয় স্তবক:
জাগো বিদ্রোহী, নিপীড়নের গানে, তুলো সুরের ঝংকার,
গর্জন তোলো, প্রতিবাদের ঝড়ে, সবে সমানাধিকার।
ধর্ম-জাতি ভেদাভেদ ভুলো, একতায় জাগো,
ন্যায়ের পথে, চল সবে, আলো হাতে লাগো।
আমাদের রক্তে, ফুটবে নতুন দিন, জাগবে সবুজ সূর্য,
অন্যায়ের শৃঙ্খল ভাঙতে, চল বিদ্রোহের যাত্রা।
কোরাস:
আমরা বিদ্রোহী, অন্যায়ের প্রতীক,
শোষণের শৃঙ্খল ভাঙবো, ন্যায়ের পথিক।
আমরা রুখে দাঁড়াবো, সত্যের পথে,
জাগবে নতুন সূর্য, মুক্তির আহ্বানে।
*আমাদের সাথে যুক্ত থাকুনঃ*
ফেসবুক: [Facebook পেজের লিঙ্ক]
টুইটার: [Twitter প্রোফাইলের লিঙ্ক]
ইনস্টাগ্রাম: [Instagram প্রোফাইলের লিঙ্ক]
গানটি শেয়ার করুন এবং আন্দোলনের বার্তা ছড়িয়ে দিন!
#কোটা_বিরোধী_আন্দোলন #নতুন_বাংলা_গান #বিদ্রোহী #সংগ্রামের_গান #KaziNazrul #Bangladesh #QuotaReform #StudentMovement #AntiQuotaMovement
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: