সহজভাবে জানাজার নামাজের সঠিক নিয়ম
Автор: Abdur Rahman Taifi
Загружено: 2025-10-13
Просмотров: 103
Описание:
আলোচকঃ শায়খ আব্দুর রহমান তাইফি
ইমাম ও খতিবঃ বায়তুল ইহতেরাম জামে মসজিদ, মিরপুর-১১, ঢাকা।
মুশরিফ, ইফতা বিভাগঃ দারুল উলুম ইব্রাহিমীয়া, পূর্ব কাজীপাড়া।
সাবেক ইমামঃ কাতার ধর্ম মন্ত্রণালয়, কাতার।
🕋 ভিডিও বিবরণ :
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। মুসলিমদের পৃথিবী থেকে চির বিদায় দেওয়ার পূর্বে জানাজার নামাজ পড়তে হয় এবং জানাজার নামাজের দোয়াও পড়া প্রয়োজন। মহান আল্লাহর কাছে তার রুহের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা হয়। জানাজার নামাজ পড়ার নিয়ম অন্যান্য নামাজের থেকে ভিন্ন।
জানাজার সালাত ফরজে কিফায়া। অল্প কয়েকজন পড়লেও সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তবে লোক বেশি হওয়া মুস্তাহাব এবং আমাদের যেকোন সময়েই জানাজার নামাজে অংশগ্রহনের প্রয়োজন হয়৷
জানাজার নামাজের নিয়ম
জানাজার নামাজ মূলত মরহুম ব্যক্তি ও সকলের জন্যই দোয়া ও ক্ষমাপ্রার্থনা। অন্যান্য নামাজের থেকে জানাজার নামাজ ভিন্ন। এই নামাজে কোন রুকু-সিজদা নেই। চার তাকবীরের সাথে জানাজার নামাজ আদায় করতে হয়। জানাজার নামাজ পড়ার নিয়ম নিচে তুলে ধরা হলো-
(১) জানাজার নামাজে মৃত ব্যাক্তিকে কিবলার দিকে রেখে মরহুমের বুক বরাবর দাঁড়াবে। (বুখারি, হাদিস: ১২৪৬)
(২) ইমামের পেছনে মুক্তাদিদের বিজোড় সংখ্যার (১/৩/৫/৭) কাতার হওয়া উত্তম।
(৩) মনে মনে নামাজের জন্য নিয়ত করবে ও তাকবীরে তাহরীমা ‘আল্লাহু আকবার’ বলে ইমামের অনুসরণ করবে।
(৪) হাত বেঁধে সানা পড়া। এক্ষেত্রে পাঁচ ওয়াক্ত নামাজের ছানা থেকে কিছুটা ভিন্ন।
আরবি: سُبْحَانَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَجَلَّ ثَنَاءُكَ وَلاَ اِلَهَ غَيْرُكَ-
বাংলা উচ্চারণ: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাআলা ঝাদ্দুকা ওয়া ঝাল্লা ছানাউকা ওয়া লা ইলাহা গাইরুকা।
(৫) ইমাম দ্বিতীয় তাকবীর দিলে, হাত উঠাবে না। নিচু শব্দে দুরুদে ইব্রাহিম পাঠ করবে।
(৬) ইমাম তৃতীয় তাকবীর দিলে, হাত না উঠিয়ে মৃত ব্যক্তি ও সকল মুসলমানদের জন্য দোয়া করবে।
(৭) ইমাম চতুর্থ তাকবীর দিলে, হাত উঠাবে না।
(৮) সর্বশেষ, ডানে ও বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে।
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 👍
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।
🔔 নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: