অক্সিজেনের চাহিদা মেটাতে এগিয়ে এলো বেসরকারি কারখানা বেঙ্গল অক্সিজেন।
Автор: NE XPRESS
Загружено: 2021-04-28
Просмотров: 20
Описание: পশ্চিম বর্ধমান - সালানপুর -- সারাদেশে করোনা মহামারী চলছে আর ঠিক তখন দেশ জুড়ে চলছে অক্সিজেন সংকট ঠিক এই অক্সিজেন এর সঙ্কট মেটাতে দিনরাত এক করে পরিশ্রম করে চলেছে সালানপুর ব্লকের অন্তর্গত ঝাড়খন্ড রোডের উপর অবস্থিত বেঙ্গল অক্সিজেন নামক একটি বেসরকারি অক্সিজেন কারখানা ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতাল নার্সিং হোম সহ সাধারণ মানুষের অক্সিজেন এর চাহিদা মেটাচ্ছে।এখানকার ম্যানেজার আর.কে ঝা জানান প্রতিদিন গড়ে প্রায় 400 সিলিন্ডার অক্সিজেনে ভর্তি করে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে এই কারখানা অন্যতম মালিক মোহাম্মদ ওয়াসিম জানান ঝাড়খণ্ডের দেওঘর,দুমকা জামতারা, চিরকুন্ডা,সহ পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন রেল হাসপাতাল থেকে শুরু করে পুরুলিয়া পর্যন্ত এই রাজ্যের যেখান থেকে যারা এই সিলিন্ডার নিয়ে আসছে তাদের ওই আমরা অক্সিজেন ভরে দিতে পারছি।যদিও আমাদের নিজস্ব সিলিন্ডারের ঘাটতি রয়েছে তবে যদি আরো বেশি করে সিলেন্ডার পাওয়া যায় তাহলে এর ঘাটতি মিটিয়ে আমরা আরো বেশি করে অক্সিজেন সরবরাহ করতে পারি। এখানে চিত্তরঞ্জন হাসপাতাল থেকে আসা এক কর্মী জানান তারা নিয়মিতভাবেই এখান থেকে অক্সিজেন নিয়ে যাচ্ছেন তাদের কোনো অসুবিধা নেই অন্যদিকে জামতড়া থেকে আসা একজন হাসপাতালে কর্মী বলেন ঝাড়খণ্ডের এই অঞ্চলের চাহিদা মেটাচ্ছে এই কারখানা ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: