bougainvillea grafting idea #2 বাগান বিলাস এর কাটিং থেকে চারা তৈরি।
Автор: Greenlife&milon
Загружено: 2021-06-27
Просмотров: 811
Описание:
বাগান বিলাস বারান্দা বা ছাদ বাগানের বেশ সুন্দর একটি গাছ, সহজে সুন্দর ফুল আসে, গাছে পানি দরকার হলেই কেবল পানি দিতে হবে। ২ মাস পর পর গাছের ডাল ছেটে দিতে পারেন সুন্দর সেইপ দেবার জন্য। স্টেনলেইস ওয়ার দিয়ে গাছের সুন্দর আকৃতি সহজেই দেয়া যায়।bougainvillea care,How to prepare Best Potting soil for Bougainvillea
বাগানবিলাস মূলত গ্রীষ্ম প্রধান দেশের উদ্ভিদ, উষ্ণ অঞ্চলে থাকতে পছন্দ করলেও শেষ বিকেলের আলো তাদের পছন্দ নয়। তেমনি একদম ঠান্ডা ও তাদের বৃদ্ধি ব্যাহত করে। এর জন্য আদর্শ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ।
বাগানবিলাস ডাইরেক্ট সূর্যের আলো পছন্দ করে, কিন্তু গ্রীষ্মের দাবদাহ পছন্দ নয়। বাগান বিলাস ৬-৮ ঘ্নটা আলো পেতে ভাল বাসে, তবে বিকেলের কড়া রোদ নয়।
সব সময় বাগান বিলাস ফোন গাছে প্রচুর পরিমাণ ফুল পেতে চাইলে সার প্রয়োগ অত্যাবশ্যকীয়। অন্ততপক্ষে প্রতি মাসে একবার করে আপনার টবের বাগান বিলাশ ফুল গাছে সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের ক্ষেত্রে অর্গানিক কম্পোস্ট বা শুকনো গোবর পানিতে ভিজিয়ে রেখে লিকুইড আকারে প্রয়োগ করতে পারেন। রাসায়নিক সারের মধ্যে প্রতি মাসে একবার ইউরিয়া, টিএসপি এবং এম পি ও সার মিলিয়ে 1 চা চামচ পরিমাণ সার পানির সাথে মিশিয়ে টবের চারদিকে দিয়ে দিন। এভাবে সার প্রয়োগ করলে সিজনের সময় সহ সারা বছরই গাছে কমবেশি ফুল পাবেন বলে আশা করা যায়।টবে বাগান বিলাস ফুল চাষ
একদম ভেজা ভেজা মাটি পছন্দ নয়, অতিরিক্ত পানি গাছের শিকড় এ ছত্রাক আক্রমন করে এবং গাছ মরে যায়। মাটি তে পানি স্প্রে করে দিতে হয় এবং ভাল ড্রেনেজ ব্যাবস্থ থাকা দরকার । সপ্তাহে ২/৩ দিন পানি দিলেই ভাল থাকে কিন্তু প্রতিদিন পানি দিলে গাছ মরে জেতে পারে।টবে বাগান বিলাস ফুল চাষ
সারা বছর ই এর প্রুনিং বা ছাটাই করা যায় এবং গাছ কে ছোট রাখলেই বেশ ভাল লাগে ছাদ বা বারান্দায়। ছাটাই এর পর ফুল বেশি আসে কারন নতুন ডালেই এর ফুল আসে। বনসাই এর জন্য আদর্শ গাছ বাগানবিলাস। টবে বাগান বিলাস ফুল চাষ
সহজেই এর চারা করা যায় রুট হরমোন দিয়ে, এপ্রিল থেকে জুন মাসে হাতের আঙ্গুল এর থেকে মোটা সাইজের ডাল কেটে ( ৪/৬ ইঞ্চি) রুট হরমোন দিয়ে মাটিতে লাগিয়ে পলিথিন দিয়ে ঢেকে দিবেন। ১.৫ থেকে ২ মাসে পর টবে লাগিয়ে দিতে হবে, কাটিং সব সময় গাছের গোঁড়ার দিকের ডাল থেকে নির্বাচন করতে হবে।
facebook link:
/ sid.khan.71271466
MUSIC USED:
Licensed under Creative Commons: By Attribution 3.0
https://creativecommons.org/licenses/...
Track: NIVIRO - Memes [NCS Release] Music provided by NoCopyrightSounds. Watch: • NIVIRO - Memes | House | NCS - Copyright F...
#greenlife&milon #roof_garden #gardening
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: