Kakdwip # সাপের কামড়ে মৃত শিশুর প্রাণ ফেরাতে কলার ভেরালায় ভাসালো পরিবার # কড়া পদক্ষেপ প্রশাসনের
Автор: MIRROR TV
Загружено: 2023-08-23
Просмотров: 59
Описание:
#Mirror tvKakdwip # সাপের কামড়ে মৃত শিশুর প্রাণ ফেরাতে কলার ভেরালায় ভাসালো পরিবার # কড়া পদক্ষেপ প্রশাসনের
একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে চাঁদের মাটি ছুঁয়েছে ভারতের পাঠানো চন্দ্রযান। বিজ্ঞান যখন এতটা ই উন্নতির চরম শিখরে, ঠিক তখনই উল্টো ছবি দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। কুসংস্কারের বসবর্তি হয়ে মৃত শিশুর শরীরে প্রাণ সঞ্চারের আশায় ভাসিয়ে দেয়া হলো কলার ভেলায়। শুধু তাই নয় ফুল চন্দন পরিয়ে শিশুকে ভাসিয়ে দেওয়ার পাশাপাশি লিখে দেয়া হলো নাম ঠিকানা। যদি কোন ওঝা গুনিন শিশুটির প্রাণ ফিরিয়ে তাকে পৌঁছে দেয় ওই নির্দিষ্ট ঠিকানায়। যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানুষের মনে এখনো রয়ে গেছে অন্ধ কুসংস্কারের বেড়াজাল। সূত্রের খবর কাকদ্বীপের প্রসাদপুরের বাসিন্দা লক্ষণ দাসের ছেলে বছর পাঁচেকের তুষারকে বাড়ির উঠানে খেলার সময় সাপে কামড়ায়। এরপর বেশ কিছুক্ষণ অতিবাহিত হলে বিষের যন্ত্রণায় ছটফট করতে থাকে ওই এক রতি ছেলেটা । পরিবারের লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। এরপর দেহ সৎকার না করে মৃতের শরীরে প্রাণসঞ্চারের আশায় কলার ভেলায় ভাসিয়ে দেয়া হয় ওই শিশুটির নিথর দেহ। এই খবর পাওয়া মাত্রই নড়ে চড়ে বসে প্রশাসন। হারুড পয়েন্ট কোস্টাল থানা তরফ থেকে নদী থেকে শিশুটিকে উদ্ধার করে দেহ সৎকারের ব্যবস্থা করা হয়। সরকারিভাবে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলিতে সাপের কামড় নিয়ে নানান সচেতনতামূলক প্রচার চালায় স্বাস্থ্য দপ্তর। কিন্তু তারপরেও এই ধরনের কুসংস্কারের শিকার হচ্ছেন সুন্দরবনের বাসিন্দারা। মিরর টিভি নিউজ কাকদ্বীপ।
kakdwip # sundarban # mirror tv # bangla news
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: