খেলাধূলো কে সর্বস্তরে অগ্রাধিকার দিতে হবে বলে দাবি প্রাক্তন ফুটবলার গৌতম সরকারের
Автор: শহরতলি দর্পণ ✒️
Загружено: 2023-07-23
Просмотров: 15
Описание:
একই মঞ্চে এক ঝাঁক ফুটবল প্রাক্তন তারকা,সেখানেই উপস্থিত মোহনবাগান রত্ন সম্মানিত গৌতম সরকারও। আগামী প্রজন্মের কাছে একটাই বার্তা খেলাধূলো কে সর্বস্তরে অগ্রাধিকার দিতে হবে। খেলাধূলো শরীরচর্চা ব্যায়াম না করলে মেরুদন্ড সোজা থাকবে না বলে অভিমত গৌতম বাবুর
মধ্যমগ্রাম :মোহনবাগান রত্ন পুরষ্কার পেতে চলেছেন ভারতের কিংবদন্তী প্রাক্তন ফুটবলার গৌতম সরকার। ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ইন্ডিয়ান বেকেনবাওয়ার সকলের গর্ব ফুটবল জগতে অতি পরিচিত মুখ গৌতম সরকার।আগামী ৩০ জুলাই মোহনবাগান দিবসে এই বিশেষ সন্মান পুরষ্কার প্রদান করা হবে প্রাক্তন ফুটবলার গৌতম সরকারকে। রবিবার সকালে মধ্যমগ্রাম বঙ্কিম পল্লী বান্ধব সমিতির এক মানব সেবার অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিক দের মুখোমুখি হয়ে বললেন অত্যন্ত আনন্দের। যে কোন পুরষ্কার ও অ্যাওয়ার্ড ক্রীড়াবিদদের কাছে অত্যন্ত খুশি ও আনন্দের। এটা বলার অপেক্ষা রাখে না। আমি অত্যন্ত খুশি ও আপ্লুত। আমার কাছে এটা কোন ব্যতিক্রম নয়। আগামী প্রজন্মের কাছে একটাই বার্তা যে কোন মূল্যে খেলাধূলো কে অগ্রাধিকার দিতেই হবে। সমাজে যে জায়গায় আপনি থাকুন না কেন। রাজনীতি করুন। গান বাজনা করুন। ডাক্তারি করুন। টিচারি বা প্রফেসারি করুন। খেলাধূলো শরীরচর্চা ব্যায়াম না করলে মেরুদণ্ড সোজা থাকবে না। সোজা কথা। সত্য কথা বলার হিন্মত হারিয়ে ফেলবেন। চারিত্রিক বলিষ্ঠতা শূন্যতায় চলে যাবে। খেলাধূলো কে সর্বস্তরে অগ্রাধিকার দিতে হবে। খেলাধূলো যত কম হবে তরুন প্রজন্মরা টিভি মোবাইল ইন্টারনেট তত বেশি চর্চা হবে। রাস্তাঘাটে দেখা যায় ছেলে মেয়েরা নেশাগ্রস্ত অভ্যস্ত হয়ে যাচ্ছে খেলাধূলো শরীরচর্চার অভাবে। খুব কষ্ট হয়। ছেলেমেয়েরা মাঠে কম আসছে। আমরা জীবনের অন্তিম পর্যায়ে চলে এসেছি। সবকিছু করুন। রাজনীতি করুন। খেলাধূলো কে একক ভাবে ভালোবাসবেন। অগ্রাধিকার দিতে হবে। মাঠে দাঁড়িয়ে বুক বাজিয়ে দলের দায়িত্ব নিয়ে সাফল্যের জোয়ার নিয়ে যাবে। সেই সব ছেলেদের দেখতে পাওয়া যায় না।কষ্ট হয়। একটা ভালো করে ছেলের নাম বলতে পারি না। বুক বাজিয়ে বলতে পারে না আজকে দলের দায়িত্ব নিলাম। আজকে দলকে সাফল্যের জায়গায় নিয়ে যাব। জেতাবোই টিমকে। সেই ইচ্ছাশক্তি মানসিকতা সম্পন্ন খেলোযদের দেখতে পাওয়া যাচ্ছে না। কারন ছেলেমেয়েরা মাঠে কম আসছে। ইচ্ছাশক্তি নেই। সেই যোগান দিতে পারছি না। সকলকে উদ্যোগী হতে হবে। বিশেষ করে ফুটবল কে ভালোবাসবেন। স্বামী বিবেকানন্দের বাণী তুলে ধরে বলেন ওঠো জাগো লক্ষ্য না পৌঁছনো পর্যন্ত থামবে না।যে কোনও সাফল্যে আরো আশা করি। সাফ গেমসে জিতেছি। সামনে আরো কঠিন প্রতিযোগিতা আসছে। ছেলে মেয়েরা এগিয়ে এসে আরো ভালো ভাবে কিছু করতে পারবে বলে আশাবাদী গৌতম বাবু রা।মন্ত্রী রথীন ঘোষের ভূয়সী প্রশংসা করেন ফুটবলার গৌতম সরকার বলেন এই রকম মানুষের প্রয়োজন আছে। অসাধারণ ভালো মানুষ। মন্ত্রীর ডাকেই সকলেই ছুটে আসি। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষ, ফুটবল জগতের একঝাঁক ক্রীড়া নক্ষত্র। অতীত দিনের দিকপাল ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, সমরেশ চৌধুরী, অলোক মুখার্জি, দেবব্রত (নিতু)সরকার, ইস্টবেঙ্গল দলের এজিএম রুপক সাহা, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, বিকাশ পাঁজি, অভিজিৎ রায় চৌধুরী, পার্থ চক্রবর্তী, অভিনব গুহ সহ মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা, পুর পারিষদ অরবিন্দ মিত্র সহ বিশিষ্ট জনেরা ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: