Ansar ki || Salary || Ration
Автор: সত্যের সাথে সত্যের পথে
Загружено: 2022-08-11
Просмотров: 2275
Описание:
Ansar ki Salary Ration
বাংলাদেশ আনসার বাহিনী
বাংলাদেশ সংবিধানের ১৫৭ ধারা মোতাবেক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সুসৃংখল বাহিনী
দেশ বিভাগের পর 1948 সালের 12ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। পর্যায় ক্রমে বাহিনীর শাখা প্রশাখা প্রসার লাভ করে।
দক্ষিণ এশিয়া তথা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বাহিনী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৬৪ লক্ষের ও বেশি। সবাই অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত।
১৮-৩০ বছর বয়সী বাংলাদেশের শিক্ষিত যে কোন নাগরিক শর্ত সাপেক্ষে এই বাহিনীতে যোগদান করতে পারেন।
উল্লেখ থাকে যে অবশ্যই শারিরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৩টি ভাগে বিভক্তঃ
১। সাধারণ বা অঙ্গিভূত আনসার, ২। ব্যাটালিয়ন আনসার, ৩। ভিডিপি ও টিডিপি।
১। সাধারণ বা অঙ্গিভূত আনসার এই বাহিনীর প্রাণ। বাহিনীর মূল ভিত্তি এই সদস্যদের নিয়েই গঠিত ও পরিচালিত হয়।
সবচেয়ে বেশি সদস্য নিয়োগ ও নিয়োজিত রয়েছে এই বিভাগ থেকেই। এরা ৭০ দিনের মৌলিক অস্ত্র প্রশিক্ষণ শেষে করে
বাহিনীর নিয়ম অনুযায়ী দেশের বিভিন্ন সরকারি বেসরকারী গুরুত্ত্বপূর্ণ নিরাপত্তার কাজে যোগদান করে।
এরা একটানা বা এক মেয়াদে ৩ বছর দ্বায়িত্ব পালনের পর ৬ মাসের জন্যে বিশ্রাম বা রেস্টে চলে যায়। ৬ মাস পর আবার
পুনরায় নিয়োগ লাভ করে ৩ বছরের জন্যে। এভাবে প্রায় ৫০ বছর পর্যন্ত চাকুরীতে কর্মরত থাকতে পারে।
*বর্তমান বেতন সমতলে ১৬,২০০ টাকা। পাহাড়ী পঞ্চলে ১৮,২০০টাকা বা একটু কম বেশি হতে পারে ক্ষেত্র বিশেষে।
রেশন= অবিবাহিতঃ ২৮ কেজি চাল ও ২৮ কেজি আটা, ২ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল,
বিবাহিতঃ ২৮ কেজি চাল ও ২৮ কেজি আটা, 2 লিটার তেল, ২ কেজি চিনি, ২ কেজি ডাল।
ট্রেনিং কালীন সময়ে বেতন দেওয়া হয় না, ভাতা ও খাবার বাবদ রেশন দেওয়া হয়ে থাকে।
দ্বায়িত্বরত অবস্থায় মৃত্যবরণ করলে জন প্রতি ৫ লক্ষ ও স্থায়ী পঙ্গুত্ববরণ করলে ২ লক্ষ টাকা প্রদান করা হয়। তবে ক্ষেত্র
মহাপরিচালক মহোদয়ের বিবেচনায় তা বারতে ও কমতে পারে।
এটা হচ্ছে মাস্টার রোলসের চাকরী, এখানে কোন পেনশন সুবিধা নেই। যতদিন চাকুরি থাকবে ততদিন বাহিনীর সুযোগ সুবিধা
ভোগ করতে পারবেন। আর তাছাড়া এই বাহিনী থেকে অন্য যে কোন চাকুরীতে যাওয়ার ক্ষেত্রে ১০% কোটা সুবিধা পাবেন।
তো আর দেরী কেন? আজই যোগদান করুন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে।
cÖwZ eQi 4 – 5 wU mvK©yjvi w`‡q _v‡K mvaviY Avbmv‡I wb‡qv‡Mi R‡b¨| evsjv‡`‡ki cÖvq me¸‡jv ‰`wbK cwÎKv I AbjvB‡b wb‡qvM msµvšÍ Z_¨ †c‡q _vK‡eb| GQvov Avgvi GB P¨v‡b‡jI wb‡qvM msµvšÍ Z_¨ †`Iqv n‡q _v‡K|
ধন্যবাদ
#Ansar_ki_Salary_Ration
#আনসার_ট্রেনিং_খাবার_মেন্যু
#Ansar_Training_Times_Food_Menu
#Meals_time_and_Details
#Break_and_Long_Break
#আনসার_বাহিনীর_ট্রেনিং_সিডিউল_২০২২
#Ansar_training_system_2022
#Pity_Parade_Rule_call
#আনসার_বাহিনীর_ট্রেইনিং_2022
#সত্যের_সাথে_সত্যের_পথে
#আনসার_প্রশিক্ষণ
#bdp_trening
#anser_training_2022
https://www.youtube.com/channel/UC5WM...
আরো বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন , ধন্যবাদ
https://www.youtube.com/playlist?list...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: