আপেক্ষিক তত্ত্ব কীভাবে আমাদের জীবনকে বদলে দিলো?
Автор: Life Science
Загружено: 2025-07-11
Просмотров: 15988
Описание:
আলো, সময়, স্থান আর মহাকর্ষ — সবকিছুকে একেবারে নতুন করে ভাবতে শিখিয়েছিলেন একজন মানুষ, আলবার্ট আইনস্টাইন।
এই ভিডিওতে আমরা দেখেছি কীভাবে একটা সাধারণ কৌতূহল —
“যদি কেউ আলোর গতিতে ছুটতে পারে, সে কী দেখবে?”
— সেই প্রশ্নটাই জন্ম দিয়েছিল আপেক্ষিকতার তত্ত্ব।
👉 জানতে পারো:
আইনস্টাইন কীভাবে কল্পনা দিয়ে বিজ্ঞান আবিষ্কার করেছিলেন
আপেক্ষিকতার সহজ ব্যাখ্যা
কীভাবে এটা আমাদের দৈনন্দিন জীবনেও (যেমন GPS-এ) প্রভাব ফেলে
সময় ও স্থানের বক্রতা মানে কী
ব্ল্যাক হোল ও মহাবিশ্বের প্রসারণ কিভাবে এই তত্ত্বের মাধ্যমে বোঝা যায়
ভিডিওটা দেখে যদি তোমার মনে একটা প্রশ্নও জাগে — ধরে রেখো!
কারণ, একটা প্রশ্নই বদলে দিতে পারে পুরো পৃথিবীকে।
🔔 সাবস্ক্রাইব করে পাশে থাকো – আমরা এমন আরও বিজ্ঞান-ভিত্তিক কন্টেন্ট নিয়ে হাজির হবো, যেগুলো তোমার চিন্তার জগৎকে উস্কে দেবে।
📢 কমেন্টে জানাও – তোমার মাথায় ঘুরপাক খাওয়া কৌতূহলী প্রশ্নটা কী? আপেক্ষিকতা তত্ত্ব, আইনস্টাইন, special relativity, general relativity, আইনস্টাইন এর আবিষ্কার, মহাকর্ষ, spacetime, বিজ্ঞান ভিডিও, কল্পনা ও বিজ্ঞান, বাংলা বিজ্ঞান ভিডিও, relativity in Bangla, physics in Bangla, black hole বাংলা, আলোর গতি, gps relativity
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: