হৃদয় ছুঁয়ে যাওয়া তিলাওয়াত | সুরা ইয়াসিন | Beautiful Surah Yaseen Recitation
Автор: Quran 24 Hours
Загружено: 2025-10-28
Просмотров: 324
Описание:
মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে সূরা ইয়াসিন শুনুন (سورة يس) By alaa aqelসূরা ইয়াসীনের ফযীলত
মানুষের হেদায়েত লাভের (সঠিক পথ পাওয়ার) সর্বোত্তম গ্রন্থ কুরআনুল কারীম। এতে রয়েছে ১১৪টি সূরা। সূরা ইয়াসীন হলো ৩৬তম সূরা। এ সূরাকে কুরআনের হৃদয় বলা হয়েছে। সূরাটির নিয়মিত তিলাওয়াত ও আমলে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ফযীলত।
✅হযরত আনাস বর্ণনা করেন, রাসূলুল্লাহ
বলেছেন, "প্রত্যেক বস্তুরই একটা হৃদয় থাকে, আর কুরআনুল কারীমের হৃদয় হলো সূরা ইয়াসীন। যে ব্যক্তি সূরা ইয়াসীন একবার পড়বে, মহান আল্লাহ তা'আলা তাকে দশবার পুরো কুরআনুল কারীম পড়ার সওয়াব দান করবেন।” (তিরমিজি)
✅রাসূলুল্লাহ আরও বলেছেন, "সূরা ইয়াসীন কুরআনুল কারীমের রূহ বা হৃদপিন্ড। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি ও পরকালের কল্যাণ লাভের জন্য সূরা ইয়াসীন পাঠ করবে তার জন্য রয়েছে মাগফিরাত বা ক্ষমা।” (মাজহারী)
✅সূরা ইয়াসীন বুঝে পড়ায় রয়েছে অনেক উপকারিতা। এ সূরা মানুষকে পরকালের প্রস্তুতির দিকে আহ্বান করে। তাই এ বিষয়ের প্রতি খেয়াল করে সূরা ইয়াসীন বেশি বেশি পড়লে পরকালের প্রতি আগ্রহ ও দৃঢ় বিশ্বাস সৃষ্টি হবে। আর পরকালের উপর দৃঢ় বিশ্বাসই মানুষকে সৎকর্মে উদ্বুদ্ধ করে এবং অবৈধ কামনা-বাসনা ও হারাম কাজ থেকে বিরত রাখে।
সুতরাং দেহের সুস্থতা যেমন অন্তরের সুস্থতার উপর নির্ভরশীল তেমনি ঈমানের সুস্থতা পরকালের চিন্তার উপর নির্ভরশীল। এ সূরার নিয়মিত আমলকারীর প্রতি থাকে আল্লাহ তা'আলার সন্তুষ্টি। আল্লাহ তা'আলার সন্তুষ্টি অর্জনকারীর কোন গুনাহ থাকে না। সে দিক থেকে পরকালীন কল্যাণের জন্য সূরা ইয়াসীন বেশি বেশি তেলাওয়াত করা খুবই জরুরি।
✅সূরা ইয়াসীন গুনাহ মাফের মাধ্যম
প্রতিদিনের কাজ-কর্মে মানুষ অনেক ভুল করে থাকে। এসব ভুল হচ্ছে গুনাহ। গুনাহ
মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর জাহান্নাম থেকে বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহ তা'আলার অনুগ্রহ ও নেক আমল করা। হাদিসে আছে -
✅হযরত ইবনে ইয়াসার বর্ণনা করেছেন রাসূলুল্লাহ বলেছেন, “যে ব্যক্তি আল্লাহ তা'আলাকে সন্তুষ্ট করার জন্য সূরা ইয়াসীন তিলাওয়াত করবে আল্লাহ তা'আলা তার বিগত জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন।” (বায়হাকি, আবু দাউদ)
✅হযরত আবু হুরায়রা বর্ণনা করেন রাসূলুল্লাহ বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাতে সূরা ইয়াসীন তিলাওয়াত করবে, আল্লাহ তা'আলা তার ঐ রাতের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। (দারেমী)
✅অভাবমুক্ত জীবন লাভে সূরা ইয়াসীন
মানুষের নানামুখী অভাব-অনটন লেগেই থাকে। শুধু পরিশ্রমে কোন মানুষের অভাব
শেষ হয় না। প্রয়োজন হয় আল্লাহ তা'আলার সাহায্য ও অনুগ্রহের। সূরা ইয়াসীনের আমল অভাবীর জন্য আল্লাহ তা'আলার পক্ষ হতে মহা অনুগ্রহ। এ সূরার আমলে দুনিয়ার প্রয়োজন পূর্ণ হয়ে যায়। হাদিসে এসেছে-
✅হযরত আবদুল্লাহ ইবনে জুবায়ের বলেন, যদি কোন ব্যক্তি অভাব-অনটনের সময় সূরা ইয়াসীন পাঠ করে তাহলে তার অভাব দূর হয়, সংসারে শান্তি আসে এবং রিজিকে বরকত হয়। (মাজহারী)
✅হযরত আতা বিন আবি রাবাহ বর্ণনা করেন আমি শুনেছি যে, রাসূলুল্লাহ বলেছেন, “যে ব্যক্তি দিনের বেলায় সূরা ইয়াসীন তিলাওয়াত করবে তার সকল হাজত (প্রয়োজন) পূর্ণ করা হবে। (দারেমী)
✅হযরত ইয়াহইয়া ইবনে কাসির বলেন, “যে ব্যক্তি সকালে সূরা ইয়াসীন পড়বে সে সন্ধ্যা পর্যন্ত সুখে-সন্তিতে থাকবে। যে সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে।" (মাজহারী)
✅মৃত্যুর যন্ত্রনা থেকে মুক্তির উপায় সূরা ইয়াসীন
✅তাফসীরে জালালাইনের হাশিয়ায় এসেছে, "যদি কোন মুসলমানের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আর সে সময় তার পাশে কেউ সূরা ইয়াসীন পাঠ করে, তবে বেহেশত থেকে রেদওয়ান ফেরেশতা জান্নাতের সুসংবাদ না দেয়া পর্যন্ত জান কবজকারী ফেরেশতা (মালাকুল মউত) ওই ব্যক্তির রূহ কবজ করেন না। রূহ কবজ করার সঙ্গে সঙ্গে ঐ ব্যক্তি রাইয়্যান নামক জান্নাতে অবস্থান করবেন।
✅হাদিসে পাকে এসেছে -
হযরত আবু যর বলেন, আমি রাসূলুল্লাহ কে বলতে শুনেছি, তিনি বলেছেন, "মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তির কাছে সূরা ইয়াসীন পাঠ করলে তার মৃত্যু যন্ত্রনা সহজ হয়ে যায়।”
(মাজহারী)
✅হযরত ইবনে ইয়াসার বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেন, “এটা (সূরা ইয়াসীন) তোমাদের মুমূর্ষু (মৃত্যুর সন্ধিক্ষণে) ব্যক্তিদের কাছে পাঠ কর।” (আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ)
সুতরাং প্রতিটি মু'মিনের উচিত প্রতিদিন সকাল-সন্ধ্যা অন্তত একবার করে এ সূরাটি তিলাওয়াত করা। কারণ অন্য এক বর্ণনায় এসেছে, "এ সূরা কেয়ামতের দিন অধিক সংখ্যক মানুষের জন্য সুপারিশকারী হবে আর আল্লাহ তা'আলা তা অবশ্যই কবুল করবেন।" আল্লাহ তা'আলা আমাদের আমলের তাওফীক দান করুন - আমিন।
🎵কন্ঠে আলা আকিল
#islamicreminder #quran #quran24hours #surah #qurantilawat #কুরআন_অনুবাদ #কুরআন_তিলাওয়াত #কুরআন #কুরআনের_আয়াত #সূরা_ইয়াসীন #সকালের_সুরা #ইসলামিক_ভিডিও
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: