শিশুর খেতে চায় না যে ৩ কারনে
Автор: Ageless London By Tamanna
Загружено: 2024-12-11
Просмотров: 1077
Описание:
শিশুর খেতে চায় না যে ৩ কারনে #shorts
#tingtongtube
#tingtongtubekids
কিছু কিছু ক্ষেত্রে শারীরিক অসুস্থতা এর জন্য দায়ী। এর পাশাপাশি অতিরিক্ত খাওয়ানো, ভুলভাবে খাওয়ানো, খাবারে অ্যালার্জি এবং ১৫% ক্ষেত্রে অটিজমের লক্ষণ হিসেবেও শিশুর খাবারে তীব্র অনীহা দেখা দিতে পারে
কেস ১: নাফিসার সন্তান ৭ মাসে জন্মেছে, ওজনও কম ছিল। ১৬ দিন আইসিইউতে রাখার পর সন্তান যখন মায়ের কাছে দেওয়া হলো তখন সন্তান আর কিছুতেই বুকের দুধ মুখে নেয় না। দিলেই ঠেলে বের করে দেয় অথবা কান্নাকাটি করে। ফলে খাওয়াতে ব্যর্থ হয়ে নাফিসাকে আবার সন্তান নিয়ে হাসপাতালে আসতে হলো। সঙ্গে জুটলো আত্মীয়-স্বজনের টিটকিরি আর চিকিৎসকদের বকাঝকা।
কেস ২: তুর্য অসম্ভব চঞ্চল একটা ছেলে। সারাদিন ছোটাছুটি করে। খাবার সময় হলেই তার বমি বমি ভাব হয়, মাংস আর ভাতের বাইরে কিছু দিলেই থু করে ফেলে দেয় অথবা বমি করে দেয়। সারাদিন না খাইয়ে রাখলেও ক্ষুধা লাগে না তার। যত শুকিয়ে স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে তত মায়ের কপালে খোঁটা জুটছে সন্তানের যত্ন ঠিকমতো না নেওয়ার।
কেস ৩: ফাইজার পাঁচদিন ধরে জ্বর, গলাব্যথা, খেতে গেলেই বমি করে দিচ্ছে। চিকিৎসকের কাছে এসেই মায়ের প্রথম কথা- শিশুসন্তান একদম খাওয়া ছেড়ে দিয়েছে, রুচি নেই। খাবারের রুচির জন্য ওষুধ কি দেওয়া যায়? মাকে জিজ্ঞেস করা হলো, মায়ের যদি তীব্র জ্বর থাকতো তাহলে কি সে খেতে পারতো? ওষুধ দিলেই কি শিশু অসুস্থ শরীরেও গপগপ করে খাবার খাবে?
সত্যিই কি এগুলো সমস্যা না রোগ, নাকি মায়েদের মিথ্যা অভিযোগ যে সন্তান কিছুই খায় না! অন্য অনেকের মতো আমিও মনে করতাম, এসব মায়েদের অতিরিক্ত খাওয়ানোর চেষ্টা করার কুফল, আসলে কোনো সমস্যা নয়। কিন্তু একটু বইপত্র, জার্নাল ঘেঁটে দেখলাম এটা আসলেই এক ধরনের অসুস্থতা বা ইটিং ডিসঅর্ডার। তাই নিয়ে আজকের আলোচনা।
কীভাবে বুঝবেন শিশুর খাবারে অনীহা আছে?
Your Queries:
পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা
পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা
শিশুর পুষ্টিকর খাবারের তালিকা
শিশুর পুষ্টি,শিশুর পুষ্টিকর খাবার
শিশু স্বাস্থ্য
ডাঃ আহমেদ নাজমুল আনাম
শিশুর খাবারের রেসিপি,
শিশুর পুষ্টিকর খাবারের তালিকা,
শিশুর পুষ্টিকর খাবার,
শিশুর পুষ্টিকর খাবার রেসিপি,
শিশুর জন্য পুষ্টিকর খাবার,
শিশুর খাবার ও পুষ্টি,
পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা
Tingtongtube,
Tingtongtube kids,
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: