পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, SI পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
Автор: JOB CIRCULAR BD
Загружено: 2021-10-10
Просмотров: 638
Описание:
পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, SI পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
পুলিশ এর এসআই এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে
পুলিশের এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি
সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন।
বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর অব পুলিশ (SI) পদে নিয়োগ বিজ্ঞপ্তি, ২০২১
Deadline: 4 Nov 2021
🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
👉 প্রতিষ্ঠানঃ বাংলাদেশ পুলিশ
👉 পদের নামঃ ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র)
👉 শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক
👉 বয়সঃ ১৯-২৭ বছর
👉 আবেদন ফীঃ ৩০/- টাকা
👉 আবেদন শুরুঃ ৮ অক্টোবর ২০২১
👉 আবেদনের লিংকঃ http://police.teletalk.com.bd
👉 আবেদনের শেষ তারিখঃ ৪ নভেম্বর ২০২১
বাংলাদেশ পুলিশ বাহিনীতে ‘সাব-ইন্সপেক্টর’ (এসআই) পদে প্রতিবছরই বড়সংখ্যক জনবল নিয়োগ হয়। এস.আই (নিরস্ত্র) বা ‘সাব-ইন্সপেক্টর’ পুলিশের এই পদটি সেকেন্ড ক্লাস গেজেটেড অফিসার। সাব-ইন্সপেক্টরকে পুলিশের বাহিনীর মেরুদন্ড বলা হয়। কারণ, তারা ইনভেস্টিগেশন অফিসার হিসাবে প্রায় সকল মামলার তদন্ত করা সহ মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে। আর নিরস্ত্র মানে যারা মামলার তদন্ত করতে পারবে এবং অস্ত্র বহন করতে পারবে। যা সশস্ত্র পুলিশ বাহিনী পারবে না।
👉সুযোগ-সুবিধাঃ
নির্বাচিত হওয়ার পর এক বছরের মৌলিক প্রশিক্ষণ চলাকালে মাসিক প্রশিক্ষন ভাতার পাশাপাশি বিনা খরচে খাওয়া, বাসস্থান, ইউনিফর্ম দেওয়া হয়।
একজন সাব-ইন্সপেক্টর ‘সরকারি বেতন স্কেল-২০১৫’ অনুযায়ী দশম গ্রেডের বেসিক ১৬০০০ থেকে ৩৮৬৪০ টাকা হারে বেতন পান।
এ ছাড়া বিনা মূল্যে পোশাক, রেশন, ঝুঁকিভাতা, চিকিত্সাভাতা, যাতায়াতভাতা, মামলা তদন্ত ভাতা মিলিয়ে প্রথম দিকে প্রায় ৩০ হাজার টাকার মতো মাসিক বেতন পেয়ে থাকেন।
আরো প্রতি বছরই পহেলা বৈশাখ, ঈদ কিংবা পূজায় উত্সবভাতা পান। বেতন ধীরে ধীরে বাড়তে থাকে। যোগ্যতার প্রমাণ দিতে পারলে বিদেশে মিশনে যাওয়ারও সুযোগ মিলতে পারে। প্রতি ১ বছরের মিশনে ৫০ লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। সাধারণত চাকরি জীবনে ৩টার বেশি মিশন পাওয়া যায় না। মিশন বা প্রশিক্ষনের সুবিধার্থে বিনা খরচে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের সুযোগ থাকে।
যোগ্যতা অনুযায়ী পদোন্নতিও পাওয়া যায়। সাব-ইন্সপেক্টর থেকে পদোন্নতি পেয়ে অ্যাডিশনাল এসপি বা অতিরিক্ত পুলিশ কমিশনার হওয়া যায়।
============================
🔥🔥পুলিশ কনস্টেবল নিয়োগঃ • Видео
🔥🔥কনস্টেবল নিয়োগ-জেলাভিত্তিক পদসংখ্যা ও পরীক্ষার তারিখঃ • Видео
🔥🔥কনস্টেবল নিয়োগে যোগতা,কোটা বিশ্লেশন: • Видео
🔥🔥কনস্টেবল নিয়োগে শারিরিক সহনশীলতা/যোগ্যতা পরীক্ষা নিয়ে বিস্থারিত আলোচনা: • Видео
🔥🔥কনস্টেবল নিয়োগে মেডিকেল টেস্ট ও তার সমাধান: • Видео
👉👉চাকরির বয়স বের করার সহজ নিয়মঃ • Видео
🔥🔥পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন: • Видео
🔥পুলিশ কনস্টেবল নিয়োগে উচ্চতা অনুযায়ী ওজন: • Видео
============================
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: