"@shakilcreations1
Автор: Shakil creations
Загружено: 2026-01-13
Просмотров: 248
Описание:
Song: রাতে ঘুম আসে না
Singer: shakil mia
Writer: shakil mia
Producer: shakil mia
Lyrics:
Yeah…
এইটা গল্প তাদের,
যাদের ঘামে দেশ চলে
কিন্তু নামটা কেউ জানে না।
ভোরে উঠি, রাত ফিরি, ঘামেই লেখা দিন,
হাতের চামড়া ফেটে যায়, তবু হাসি বিন।
রাস্তায় পড়ে স্বপ্ন, কেউ তুলে নেয় না,
ঘাম ঝরে মাটিতে, সম্মান মেলে না।
বুক ভরা কথা আছে, মুখে তালা মারা,
গরিব হলে প্রশ্ন কম, অপমানই সারা।
কাজ করি মাথা নিচু, দোষটা কী বল?
ভদ্র হলে সমাজ ভাবে—এই লোকটা দুর্বল।
আমার ঘামে গড়া শহর, আমার নাম নাই কোথাও,
মাইক ধরে কথা বলে, যারা কাজ জানে না তাও।
শ্রমের দাম শূন্য আজ, দামে শুধু জিহ্বা,
সত্য কথা বললেই ভাই, লেবেল দেয় “পাগলা”।
ঘাম ঝরে, সম্মান মেলে না,
এই জীবন কারা চেনে না?
কাজটা করি আমরা ভাই,
নামটা যায় অন্য জনা।
ঘাম ঝরে, সম্মান মেলে না,
চুপ থাকাই কি আমার গুনা?
বাঁচতে গিয়েই মরছি আমরা,
এই সমাজ বড় নিষ্ঠুর না?
মায়ের চোখে চিন্তার দাগ, বাবার হাতে কাঁপন,
ছেলের স্বপ্ন পেটের কাছে হার মানে প্রতিদিন।
স্কুলের বইয়ের পাতায় লেখা “পরিশ্রম মহান”,
বই বন্ধ হলেই দেখো—উল্টো হয় বাস্তবটা খান।
সৎ হলে তুই বোকা, মিথ্যাই আজ স্টাইল,
ইনসাফ চাইলেই শোনায়—“ভাই একটু চুপ থাক ফাইল।”
আমার ঘামে বিদেশ চলে, রেমিটেন্স ভরে দেশ,
তবু সম্মান পায় না কেউ, যাদের জীবন শেষ।
ভোট আসে, হাত ধরে, বলে “ভাই আপনি আমাদের”,
ভোট শেষ, ফোন বন্ধ—দরজা থাকে বন্ধ সবখানে।
আমার অধিকার ভিক্ষা না, চাই না দয়া কারো,
শুধু মানুষ হিসেবে বাঁচার সম্মানটা দাও।
আমি চোর না, ডাকাত না,
তবু চোখে চোখ রেখে কথা বলতে পারি না।
অপরাধ শুধু গরিব হওয়া,
এই অপরাধে সাজা—আজীবন বয়ে যাওয়া।
ঘাম ঝরে, সম্মান মেলে না,
এই জীবন কারা চেনে না?
কাজটা করি আমরা ভাই,
নামটা যায় অন্য জনা।
একদিন হিসাব হবে, ঘামের দাম উঠবে,
মাটিতে পড়া স্বপ্নগুলো আবার মাথা তুলবে।
সেদিন আর বলতে হবে না—
ঘাম ঝরে… তবু সম্মান মেলে না।
#shakil #bangla #rap #song #sad #newmusic #love #trembling #viral #bolleywoodsong #tseries
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: