দেলদুয়ার জমিদার বাড়ি | পাকুল্লা জমিদার বাড়ি মির্জাপুর | টাঙ্গাইল | Pakulla & Delduar Jomidar Bari
Автор: Footprint BD
Загружено: 2022-03-03
Просмотров: 3043
Описание:
ভ্রমনে যারা স্থাপত্য খুঁজেন কিংবা ইতিহাস খুঁজেন তাদের জন্য টাঙ্গাইল হলো বেষ্ট প্লেস । তাই টাঙ্গাইল পর্ব শুরু করলাম
টাঙ্গাইল পর্ব ( ১ )
(১) পাকুল্লা জমিদার বাড়ি।
(২) দেলদুয়ার জমিদার বাড়ি।
১.পাকুল্লা জমিদার বাড়ি।
---------------------------------
টাংগাইল জেলার মির্জাপুর উপজেলায় অবস্থিত পাকুল্লা জমিদার বাড়ি।করটিয়া জমিদার বাড়ি থেকে খানিকটা দূরেই এর অবস্থান।২৭০ বছরের পুরনো এই জমিদার বাড়িটি বাংলা ১১৫৩ সালে প্রতিষ্ঠা করা হয়।
দোতলা বিশিষ্ট এই বাড়িটি বাহিরে থেকেই মন কেড়ে নেয় এর নজরকারা রং দ্বারা। বাহিরে লাল ইটের তৈরি ইমারত এবং প্রধান ফটক বা সদর দরজা পেস্টেল রঙের যা দেখা মাত্র যেকেউ মুগ্ধ হতে বাধ্য। বাড়িতে ঢুকতেই চোখে পড়বে বদরুন্নেছা মহল,যার পিলারগুলোতে নানা নকশা ও কারুকার্য করা।বাড়ির সামনে বিশাল আঙিনা এবং একপাশে রয়েছে কাছারিঘর। যেখানে নবজাতক ও তার মা কে ৪০ দিন থাকতে হতো। ৪০ দিন পূর্ণ হলেই তারা অন্দরমহলে প্রবেশ করতে পারতো।এটি এই জমিদারদের এক আচার পালন বা প্রথা।তার পাশেই আছে একটি কুয়া ও সভাঘর ।বাড়ির পেছন দিকে আছে রান্নাঘর এবং সীমানা প্রাচীরের কাছে আছে বিশাল বাগান।বাগানটিতে ছোট বড় নানা ধরনের গাছপালা দেখা যায়। ছোটখাটো জমিদারবাড়িগুলো এত সুন্দর হয় দেখতে তার প্রমাণ পাকুল্লার জমিদারবাড়ি।
২.দেলদুয়ার জমিদার বাড়ি।
-------------------------------------
টাংগাইলে একমাত্র মুসলিম জমিদার বাড়ি হচ্ছে দেলদুয়ার জমিদার বাড়ি।টাংগাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত এই জমিদার বাড়িটি। জমিদারবাড়িটি এলাকায় নর্থহাউজ নামে ও পরিচিত।।
এ জমিদারবাড়ির প্রতিষ্ঠাতা ফতেহদাদ খান গজনবী লোহানী, যার পূর্বপুরুষ রা এসেছিলেন আফগানিস্তান থেকে
ঔপনিবেশিক স্থাপত্যশৈলীর আদলে তৈরি একতলা বিশিষ্ট এই জমিদার বাড়ির সৌন্দর্যের তুলনা হয় না। লাল সাদা রং এর একতলা বিশিষ্ট এই জমিদারবাড়ি দেখলেই যেন মনে হয় রংতুলি দিয়ে ছুঁয়ে দিয়েছে কেউ৷ জমিদারবাড়িতে চারপাশের শিল্পকর্মতে ই মসজিদ টাইপ কারুকাজ দেখতে পাওয়া যায় যা সত্যিই মনে শান্তি এনে দেয়৷ এর ঠিক মাঝ বরাবর ছাদ টা একদম অন্যরকম। এই ছাদে ই বসতো বাড়ির মহিলাদের আড্ডার আসর।। এখনো এই বিশাল ছাদটায় উঠলে এক ধরণের ভালোলাগা কাজ করে যেন নির্জন নিরিবিলিতে অনেকটা সময় কাটিয়ে দেয়া যাবে।
জমিদার বাড়িটির ঠিক পূর্ব পাশে আছে লোহার গার্ডেন চেয়ার, গোল টেবিল, পানির ফোয়ারা।পিছন দিকে আছে বাগান যেখানে সাড়ি সাড়ি বিভিন্ন প্রজাতির আমের গাছ।আম বাগানের মাঝে আছে টালির দোতলা শেড। পূর্ব দক্ষিণ কোণে রয়েছে তিনটি বিশাল গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং মসজিদের সামনে একটি বিশাল পুকুর। মসজিদ অনেক বেশি সুন্দর। যার প্রতিটি পিলারে খোচিত আছে মসজিদ আকৃতির অপরূপ নকশা। রাজবাড়ির সামনে রয়েছে পারিবারিক কবরস্থান যেখানে শায়িত আছেন জমিদারদের পূর্বপুরুষেরা। সবুজে ঘেরা এই রাজবাড়িটিতে রয়েছে অনেক ছোট বড় গাছপালা।
১৯৪৭ সালে দেশ ভাগের পর থেকে যখন জমিদারি প্রথা বিলুপ্ত হয় তখন থেকে এই জমিদার বংশের সমাপ্তি ঘটলেও অন্যান্য জমিদার বাড়ির তুলনায় এটি বেশ ভালো অবস্থানে আছে কারণ এখানে এখনো একজন কেয়ারটেকার বহাল আছেন।
--Follow Abm Fahim -- / abmfahim01
==============================
Action Camera - Xiaomi yi 4k+
Phone camera- POCO X2
Cycle vlog,Travel guide,Street food,Hotel review,Wildlife Documentary,Lifestyle vlog,adventure mind,mk vlog bd,Dhaka,Bangladesh,
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: