বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান বাজার | The Biggest Floating Market In BD | বরিশালের দর্শনীয় স্থানসমূহ
Автор: Al Amin Barisal
Загружено: 2022-08-23
Просмотров: 57
Описание:
আজ আপনাদের ৩ মিনিটে ঘুরিয়ে আসবো এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান।
ঝালকাঠি, বরিশাল এবং পিরোজপুরের সিমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান।
ঝালকাঠী জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ভিমরুলিতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার।
তিন খালের মোহনায় ভীমরুলির এই ভাসমান পেয়ারা বাজার বসে।
জুলাই, আগস্ট পেয়ারার মৌসুম হোলেও মাঝে মাঝে সেপ্টেম্বর পর্যন্ত বাজার চলে।
ভাসমান পেয়ারা বাজার দেখতে আগস্ট মাস সবচেয়ে উপযোগী সময়।
আপনারা যারা পেয়ারা বাজার দেখতে যাবেন অবশ্যই সকাল ১১ টার আগে পৌছাবেন।
এ ছাড়াও এখানে কিছু পেয়ারা পার্ক গড়ে উঠেছে সে ঘুলো দেখতে ভুলবেন না
পেয়ারা পার্ক, পেয়ারা বাজার ঘোরা শেষ হলে যাবেন কুরিয়ানা বাজারে।
কুড়িয়ানা বাজারে ঋতুপর্ণার দোকানে গরম গরম রসগোল্লার স্বাদ নিতে পারেন।
আর বাজারে বৌদির হোটেলে খেতে পারেন দুপুরের খাবার।
ভাসমান পেয়ারা বাজার থেকে বরিশাল আসার পথে গুঠিয়া মসজিদ ও দুর্গাসাগর দিঘী ঘুরে আসতে পারেন।
যারা বরিশালের বাইরে থেকে আসবেন তারা.
ভালো মানের হোটেলে রাত্রি যাপন করতে বরিশাল শহরে আসতে হবে।
বরিশাল শহরে বিভিন্ন মানের বেশ কিছু আবাসিক হোটেল রোয়েছে।
ভাসমান পেয়ারা বাজার কিভাবে যাবেন
বরিশালে পানি অথবা সড়ক পথে যাওয়ার সুযোগ রয়েছে তবে পানি পথে বরিশাল যাওয়াই সবচেয়ে সুবিধাজনক।
লঞ্চে যেতে চাইলে : ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন বেশকিছু লঞ্চ বরিশালের পথে যাত্রা করে ভোর ৪ থেকে ৫ টার মধ্যে পৌঁছায়।
বরিশাল লঞ্চ ঘাট থেকে অটো বা সিএন জিতে নতুল্লবাদ এসে বাসে করে বানারীপাড়া আসবেন ।
বানারীপাড়া থেকে আবার অটো নিয়ে আটগর কুরিয়ানা যাবেন। কুরিয়ানা বাজার থেকে ট্রলার বা নেীকা নিয়ে ঘুরে ঘুরে পেয়ারা বাজার দেখতে পারবেন।
#ভাসমান_পেয়ারা_বাজার #Floating_Market #alaminbarisal
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: