আয়কর রিটার্ন ফরম পূরন শিখুন ইরিটার্ন ও অটো এক্সেল দিয়ে
Автор: Tutorial Palace
Загружено: 2023-12-06
Просмотров: 226
Описание:
আগ্রহ থাকলে, আয়কর রিটার্ন ফরম পূরন সঠিকভাবে ইরিটার্ন ওয়েবসাইট ও অটো ডাইনামিক এক্সেল ফরম ব্যবহার করে এবং প্রি-রেকর্ড ভিডিও টিউটরিয়াল দেখে আপনিও শিখতে পারেন। আপনাকে হেল্প করতে, আমাদের এবারে যে ৪ টি ব্যাচের লাইভ ক্লাস নেয়া হয়েছে সেগুলো থেকে বাছাই করে প্রয়োজনীয় পার্ট ও প্রি-রেকর্ড ভিডিও নিয়ে অটো এক্সেলসহ এই কোর্স টি সাজানো হয়েছে।
কি কি শিখবেন এই কোর্সে?
১। কিভাবে বিভিন্ন সোর্স (চাকুরী-ভাড়া-আর্থিক সম্পদ সহ অন্য) থেকে করযোগ্য আয় , আরোপিত কর, রিবেট ও প্রদেয় কর হিসেব করতে হয়।
২। কিভাবে সহজে অটো এক্সেল ব্যবহার করে কম সময়ে আয়কর রিটার্ন দাখিল ফরম পূরন করতে হয়।
৩। ই রিটার্ন ওয়েবসাইট দিয়ে কিভাবে আয়কর ফরম পূরন ও জিড়ো রিটার্ন সাবমিট করতে হয়।
৪। কোন কোন খাতে ও কিভাবে বিনিয়োগ করলে বেশি রিবেট পাওয়া যায।
৫। কিভাবে সঠিক নিয়মে আয়-ব্যয়, ও সম্পদ – দেনা ব্যালেন্স করতে হয়।
৬। সঞ্চয়পত্র, শেয়ার, ও ফ্রিল্যান্সিং থেকে আয় কিভাবে হিসেব করতে হয়।
৭। অনলাইনে কিভাবে আয়কর পেমেন্ট করতে হয়।
কি কি সুবিধা পাবেন?
১। সহজে বোঝার জন্য সেকশন অনুযায়ী ছোট ছোট ২০+ প্রি রেকর্ড ভিডিও।
২। আগের ৪ টি লাইভ ক্লাস থেকে বাছাই করা ক্লাস রেকর্ড ভিডিও।
৩। আয়কর রিটার্ন অটো ক্যালকুলেশন ৪ টি এক্সেল ফরম [বাংলা + ইংরেজি ( IT 11 GA 2023 + IT GHA 2023)]
৪। একটি লাইভ প্রশ্ন-উত্তর পর্ব ক্লাস। যেখানে আপনার সকল প্রশ্নের উত্তর দেয়া হবে। ক্লাস সময়ঃ ৯ ডিসেম্বর ২০২৩ শনিবার রাত ৮.৩০ মিনিট থেকে ১১ টা।
কোর্স টি সফলতার সাথে সম্পূর্ন করার পরামর্শ
১/ এক্সেল ও অন্য কোর্স ম্যাটেরিয়াল ডাউনলোড করে নিয়ে দেখতে হবে ও নির্দেশিকা + পরিপত্র সূচি দেখে প্রয়োজনী পার্ট সমুহ পড়তে হবে।
২/ প্রিরেকর্ড ভিডিও মনোযোগ দিয়ে দেখতে হবে এবং এক্সেল ও ইরিটার্নে প্র্যাকটিস করতে হবে।
৩/ কোন কিছু বুজতে সমস্যা হলে নোট করে রাখবেন ও পরিপত্র ও নির্দেশিকা ওই অংশ টি পড়বেন
৪/কোন ভাবেই কিছু বুজতে না পারলে যে QA ক্লাস নেয়া হবে, গুগল ফরম পূরনের মাধ্যমে সেই ক্লাস প্রশ্নে যুক্ত করতে হবে। গুগুল ফরম লিংকঃ https://forms.gle/RCrbbJFkttFmZYHi9
৫/অন্য ব্যাচের লাইভ ক্লাস ভিডিও গুলো দেখবেন
৬/ আমাদের ZOOM লাইভ প্রশ্ন-উত্তর ক্লাসে জয়েন করবেন।
কিভাবে কোর্সে এক্সেস পাবেন?
কিভাবে কোর্সে ভর্তি হবেন তার ভিডিও দেখে নিতে পারেনঃ • How to enroll and download excel
ওয়েবসাইটে এক্সেস এর পাশাপাশি, আমরা সরাসরি সকল কোর্স ম্যাটেরিয়াল ইমেল ও WhatsApp এ দিয়ে থাকি।
Facebook Page: / tutorialpalace
Website: www.tutorialpalace.online
#Income_Tax_course
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: