সমস্ত বিরোধী দলকে আটক করে একতরফা নির্বাচন করে নিতে চায় আ লীগ সরকার || মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Автор: Dakatia TV
Загружено: 2022-04-09
Просмотров: 7
Описание:
সমস্ত বিরোধী দলকে আটক করে একতরফা নির্বাচন করে নিতে চায় আ লীগ সরকার || মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলার নতুন খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সামনে নির্বাচনের ঢোল বাজচ্ছে। নির্বাচন নির্বাচন খেলা করে আবার তারা সেই নির্বাচনের বৈতরণী পার হতে চায়। সমস্ত বিরোধী দলকে আটক করে, মিথ্যা মামলা দিয়ে তারা (আওয়ামী লীগ) একতরফা নির্বাচন করে নিতে চায়।
ভয়াবহ দানবীয় সরকারকে সরাতে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এখন আমাদের আর ঘরে বসে থাকার সময় নেই। পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন আনতে হলে, এই ভয়াবহ দানবীয় সরকারকে সরাতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
আজ শনিবার (৯ এপ্রিল), দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, শ্রমজীবী মানুষের ভোগান্তি, দেশব্যাপী সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে' এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৬২ বছরের মধ্যে সবচেয়ে বেশি ডায়রিয়া এখন হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কেন হাসপাতালগুলোতে আসছে এত রোগী? কারণ, এই ঢাকা শহরের প্রত্যেকটি ট্যাপের পানি দূষিত। লাইনের পানি দুর্গন্ধ এবং ব্যাকটেরিয়া দিয়ে বোঝাই। যার ফলে আজকে প্রতিদিন ১ হাজার ৪ শ' থেকে ১ হাজার ৫ শ' লোকের মতো ডায়রিয়া হচ্ছে।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান ১০ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকলেও তাকে সরানো যায় না বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ওয়াসার এমডি কত বছর ধরে আছে জানেন, তাঁকে দেশের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সবচেয়ে বেশি বেতন দেওয়া হয়। তাঁর বেতন পাঁচ লাখ টাকার ওপরে। তাঁকে অনেকবার সরানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সরানো যায়নি। কারণ, তিনি প্রধানমন্ত্রীর প্রিয় মানুষ।
মূল্যবৃদ্ধির পিছনে বিএনপির কারসাজি আছে- তথ্যমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যা কিছু ঘটে তার পিছনে নাকি বিএনপি! বিএনপি যদি সব কিছু ঘটাতে পারে তাহলে আপনারা ক্ষমতায় আছেন কেন? ক্ষমতা ছেড়ে দেন। বিএনপির হাতে ক্ষমতা দিয়ে দেন। দেখেন, আমরা দেশ চালাতে পারি কি না।
আওয়ামী লীগ জনগণের সঙ্গে সব সময় প্রতারণা করেছে মন্তব্য করে তিনি বলেন, এ রোজার মাসে আমরা একটা শসা কিনতে পারি না, বেগুন কিনতে পারি না। দুঃখ হয়, যখন প্রধানমন্ত্রী আমাদের রান্নার নতুন রেসিপি দেন। তিনি বলেন যে মিষ্টিকুমড়া দিয়ে বেগুনি বানাও।
গ্যাস চুরি হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, সরকারের গ্যাস তোলার ইচ্ছা নেই। কারণ, আমদানি করলে অনেক বেশি পয়সা পাওয়া যায়। সরকার যে ব্যক্তিদের দিয়ে গ্যাস আমদানি করে, তাঁদের নাম তো সবাই জানেন। অনেকে তাঁকে বলেন দরবেশ। এ সেই দরবেশ যে আমাদের শেয়ার মার্কেট লুট করেছেন। এখন গ্যাস আমদানি করে আমাদের গ্যাসের সম্ভাবনাকে নষ্ট করে দিয়ে মানুষের পকেট থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছেন। শুধু তাই না, এই লোকটাই যখন করোনা শুরু হলো, তখন ভারত থেকে ভ্যাকসিন আনতে গিয়ে কোটি কোটি টাকা তাঁর পকেটে ঢুকিয়েছেন।
সরকার মুষ্টিমেয় লোককে বড়লোক করার জন্য গোটা রাষ্ট্রব্যবস্থাকে তারা ব্যবহার করছে। এর বিরুদ্ধে যাঁরা প্রতিবাদ করছেন, তাঁদের তারা গ্রেপ্তার করছে।
এ সময় তিনি মতিঝিলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় গত নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী ও বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনকে গ্রেপ্তারের নিন্দা জানান।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: