নামাজের জন্য সঠিক ওযু করার পদ্ধতি কি?
Автор: SR Academy
Загружено: 2025-07-25
Просмотров: 452
Описание:
নামাজের জন্য সঠিক ওযু করার পদ্ধতি কি?
#ওযু #নামাজ #ইসলামিকভিডিও #হাদীস #রাসূলেরশিক্ষা #ওযুরগুরুত্ব #মুসলিম #কুরআনওসুন্নাহ #ইসলামিকশিক্ষা #সুন্নাহ
ইসলামের মতে সঠিকভাবে ওযু (অজু) করার নিয়ম রাসূলুল্লাহ ﷺ এর শিক্ষা অনুযায়ী ধাপে ধাপে নিচে দেওয়া হলো (সহীহ হাদীসের আলোকে):
ওযুর ধাপসমূহ
নিয়ত (ইচ্ছা করা)
মনে মনে অজু করার ইচ্ছা করতে হবে। মুখে উচ্চারণ করা শর্ত নয়, তবে অনেকেই বলে থাকেন:
"বিসমিল্লাহ" (بِسْمِ اللَّهِ)
দুই হাত কব্জি পর্যন্ত ধোয়া (৩ বার)
প্রথমে দু’হাত কব্জি পর্যন্ত তিনবার ধুতে হবে।
মুখ কুলকুচি করা (৩ বার)
পানি নিয়ে মুখ ভালোভাবে তিনবার কুলকুচি করতে হবে।
নাকে পানি দেওয়া ও বের করা (৩ বার)
ডান হাত দিয়ে পানি টেনে নাকে নিতে হবে এবং বাম হাত দিয়ে ফুঁ দিয়ে বের করতে হবে।
মুখমণ্ডল ধোয়া (৩ বার)
কপালের উপরের দিক থেকে থুতনির নিচ পর্যন্ত এবং এক কান থেকে অন্য কান পর্যন্ত মুখ তিনবার ধুতে হবে।
হাত কনুই পর্যন্ত ধোয়া (৩ বার)
ডান হাত কনুইসহ তিনবার ধুতে হবে, তারপর বাম হাত একইভাবে।
মাথা মাসেহ (একবার)
ভেজা হাত দিয়ে কপাল থেকে মাথার পিছন পর্যন্ত মুছে আবার সামনের দিকে ফিরতে হবে।
কান মাসেহ করা (একবার)
একই ভেজা হাত দিয়ে কানের ভিতর ও বাহির মুছতে হবে।
পা গোড়ালি পর্যন্ত ধোয়া (৩ বার)
ডান পা গোড়ালি পর্যন্ত তিনবার ধুতে হবে, তারপর বাম পা একইভাবে।
কালেমা শাহাদাত বলা (ওযু শেষে সুন্নত):
শেষে বলা যায়:
"أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمداً عبده ورسوله"
(অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ ﷺ তাঁর বান্দা ও রাসূল)।
ওযু সম্পূর্ণ হওয়ার জন্য শর্ত
শরীরের যেসব অঙ্গ ধোয়ার নির্দেশ আছে, তা ভিজতে হবে (শুকনো অংশ যেন না থাকে)।
ডান দিক থেকে শুরু করা সুন্নত।
একে অপরের ক্রম ঠিক রাখা জরুরি (যেমন আগে হাত ধুয়ে পরে মুখ ধোয়া যাবে না)।
পানি অপচয় করা যাবে না।
দয়া করে আমার চ্যানেলটি সাবসক্রাইব করবেন এবং সাথে সাথে বেল আইকনে ক্লিক দিয়ে দিবেন যাতে নুতন ভিডিও আপনার কাছে এসে যায়। ভালো থাকবেন সবাই। আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
………………………………………………………………………………………………………………
আমার কিছু সামাজিক যোগযোগ মাধ্যম যোগাযোগ করারঃ
১। হোয়াটসঅ্যাপঃ 01671422444
২। ফেসুবক প্রোফাইলঃ / shahidul444
৩। ফেসবুক পেজঃ / mission2013
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: