History Of Chittagong Ship Breaking Yard | Bangladesh Ship Breaking Yard | জাহাজ কাটা শিল্প
Автор: Marine Bangladesh
Загружено: 2022-12-03
Просмотров: 447
Описание:
History Of Chittagong Ship Breaking Yard | Bangladesh Ship Breaking Yard | জাহাজ কাটা শিল্প
হ্যালো ভিওয়ার্স। আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। আবারো আমি হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি না টেনে আশাকরি শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন।
১৯৬০ সালের প্রলয়ংকারি জলোচ্ছ্বাসে গ্রীক জাহাজ এম ভি অলপাইন আটকে পড়ে চট্টগ্রামের সীতাকুন্ড সমুদ্র উপকূলের ফৌজদারহাটএ। এই এলাকায় দীর্ঘ কয়েক বছর আটকে থাকার পর ১৯৬৫ সালে চট্টগ্রাম স্টিল মিলের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় জাহাজটি ভাঙ্গা শুরু করে এবং পরবর্তিতে তা বিক্রি করে। এভাবেই মূলত চট্টগ্রামে জাহাজ ভাঙ্গার উৎপত্তি।
বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুন্ডের উপকূলীয় অঞ্চলে গড়ে উঠা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পুরাতন জাহাজ ভাঙ্গা এলাকা। যা চট্টগ্রাম শহরের ২০ কিঃ মিঃ উত্তর-পশ্চিমে সীতাকুন্ড উপকূলে ফৌজদার হাটের ১৮ কি.মি. এলাকা জুড়ে বিস্তৃত।
সাধারণত জাহাজের মেয়াদ শেষ হলে এসব জাহাজ কাটিং এর জন্য আনা হয়ে থাকে সীতাকুণ্ড শিপ ব্রেকিং ইয়ার্ডে। কাটিং এর পূর্বে শিপে বিভিন্ন টাইপের যেসব মালামাল থাকে তা নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়ে থাকে। যেসব ব্যবসায়ী এসব মালামাল ক্রয় করতে ইচ্ছুক তারা এইসব জাহাজে প্রথমত ভিজিট করে মালামাল ভালোভাবে দেখে নেন এবং যাচাই করে নেন। এসব মালামাল ক্রয় করা সিস্টেমটা কিছুটা জটিল।
প্রথমে আপনি জাহাজে ভিজিট করবেন,মালামাল দেখবেন। পরে নির্দিষ্ট দিনে নিলামে অংশগ্রহণ করে মালামাল ক্রয় করার এডভান্স দিবেন। এর কিছুদিন পরে বাকি অর্থ পরিশোধ করে ডেলিভারি নিবেন। এক্ষেত্রে বেশ বেগ পোহাতে হয় ব্যবসায়ীদের।
অনেকেই দাবি করে খুচরা ব্যবসায়ীরা অনেক দামে মালামাল বিক্রি করেন। কিন্তু এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে কাদা মাড়িয়ে, লতা সিড়ি বেয়ে একজন ব্যবসায়ী নিজের জীবনের ঝুকি নিয়ে জাহাজে মালামাল দেখার জন্য উঠছেন। এইভাবে তাকে বেশ কয়েকবার উঠতে হবে, নিলামে অংশগ্রহণ করতে হবে, মালামালের পেমেন্ট দিতে হবে এবং মালামাল ডেলিভারি নিতে হবে। সুতরাং এতটা সহজ নয় আপনারা যেভাবে মনে করেন। ইওটুবে অশ্লিল বা অপ্রিয়কর কমেন্ট করে দিলেই হিরো হওয়া যায়না। এদের জায়গায় আসলেই আসলে বোঝা যাবে ব্যবসা করা কতটা কঠিন।
#History_Of_Chittagong_Ship_Breaking_Yard ,
#Bangladesh_Ship_Breaking_Yard ,
#জাহাজ_কাটা_শিল্প
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: