তৃণমূলের ডিজিটাল কর্মীদের জন্য ছোট্ট একটা বার্তা। পুরো জীবন কোর্টের পিছনে যাবে
Автор: Tarunjyoti Tewari
Загружено: 2025-11-27
Просмотров: 3290
Описание:
পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের কিছু অফিসারের মধ্যে এক অদ্ভুত রোগ দেখা দিয়েছে — অভিযোগ নিলেই “CONTENT NOT VERIFIED” সিল মেরে দায়িত্ব এড়িয়ে চলা।
এই রোগের চিকিৎসা এবার আইনের মাধ্যমেই হবে। আমরা করব।
SC কমিউনিটির বিরুদ্ধে অপরাধ, নারীকে অপমান, যৌন-ইঙ্গিতপূর্ণ বা বিকৃত কনটেন্ট—এই ধরনের অভিযোগ FIR হিসাবে গ্রহণ করা পুলিশের বাধ্যতামূলক সাংবিধানিক দায়িত্ব।
কিন্তু আনন্দপুর থানার অফিসারের আচরণ দেখে মনে হলো তিনি যেন আইন বই খুলতেই ভুলে গেছেন। কিছু বলতেই বারবার “ইয়ে… ইয়ে…” — যেন নিজের দায়িত্ব বুঝতেই পারছেন না।
তারপর জানালেন মামলাটা নাকি বরাহনগরে পাঠিয়ে দিয়েছেন।
কখন? ঠিক বিকেল ৪টায়!
মাঝে ওসি সুমন বাবুকে ভুল করে একবার ফোনে পেয়েছিলাম—তারপর আর ফোন ধরেননি।
কিন্তু থানার ভেতর থেকে ভিডিও বেরোতেই, মিডিয়া কভারেজ শুরু হতেই—
ম্যাজিকের মতো ফোন ধরলেন!
তাকেও একই আইন বুঝিয়েছি। তিনিও অনেক “ইয়ে আইন” শোনালেন।
যাইহোক, মামলাটা বরাহনগরে পাঠানো হয়েছে—এই গল্পে আমরা থামছি না।
এটা কেবল শুরু।
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—
এই জঘন্য, নোংরা, যৌন-ইঙ্গিতপূর্ণ, কুৎসিত মর্ফড কনটেন্টের পিছনে কারা আছে—দেবাংশু ভট্টাচার্য নিজেই ইতিমধ্যে তা প্রমাণ করে দিয়েছেন।
তার নেতৃত্বেই TMC–র সোশ্যাল মিডিয়া টিম মহিলাদের, বিশেষ করে SC কমিউনিটির মহিলাদের টার্গেট করে নোংরা চরিত্রহনন চালাচ্ছে।
রেখা পাত্র—একজন SC মহিলা।
তাকে নিয়ে যে স্ত্রীয়সুলভ অপমান, যৌন বিকৃতির নোংরা নোংরা পোস্ট করা হয়েছে—
তার জবাব এবার আইনের ভয়াবহতম ধারায় দেওয়া হবে।
যারা সবকিছুতেই “খেলা হবে খেলা হবে” বলে চেঁচায়—
তাদের বলছি—
এবার খেলা হবে।
আইন মেনে খেলা হবে।
এক ইঞ্চিও ছাড়া হবে না।
হাতি-ঘোড়া গেল তল,
মশা বলে—কত জল?
বাম–তৃণমূলের নোংরা সাইবার টিম,
দেবাংশু ভট্টাচার্যের নির্দেশে যারা মনে করেছে SC মহিলাকে অপমান করে পালিয়ে যাবে—
তাদের উদ্দেশ্যে শেষ কথা—
এটা ভারতবর্ষ
এখানে আইন এখনো বেঁচে আছে।
আর আমরা আছি।
Tarunjyoti Tewari Tarunjyoti Tewari
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: