লম্ববৃত্তাকার চোঙ ও আয়তঘন বা সমকোণী চৌপলের আয়তন বা ঘনফল ও বিভিন্ন তলের ক্ষেত্রফল নির্ণয় | Cylinder
Автор: My Class Room
Загружено: 2023-05-31
Просмотров: 359
Описание:
লম্ববৃত্তাকার চোঙ ও আয়তঘন বা সমকোণী চৌপলের আয়তন বাবঘনফল ও বিভিন্ন তলের ক্ষেত্রফল নির্ণয় | Cylinder
সাধারণত আয়তঘন বা সমকোণী চৌপল ও এক ধরনের প্রিজম যার ভূমি একটি আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র। আবার আমরা জানি যে প্রিজমের ঘনফল বা আয়তন তার ভূমির ক্ষেত্রফল ও উচ্চতার গুণফল। এবং প্রিজমের পার্শ্বতলের ক্ষেত্রফল তার ভূমির পরিসীমা ও উচ্চতার গুণফল। আর যখন সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তখন ভূমির ক্ষেত্রফল এবং উপরের তলের ক্ষেত্রফল ও পার্শ্বতলের ক্ষেত্রফল এই তিনটি ক্ষেত্রফল যোগ করতে হয়।
অপরদিকে যদি আমরা লম্ব বৃত্তাকার চোঙের কথা ভাবি যার ভূমি একটি বৃত্ত, প্রকৃতপক্ষে বৃত্ত হল এমন একটি বহুভুজ যার বাহুর সংখ্যা অসীম। সুতরাং লম্ব বৃত্তাকার চমকেও এমন একটা পিরামিড হওয়া যাবে যার ভূমি একটি বহুভুজ যার বাহুর সংখ্যা অসীম। সুতরাং এর ক্ষেত্রেও ঘনফলের সূত্র হবে ভূমির ক্ষেত্রফল ও উচ্চতার গুণফল। এর পার্শ্বতলের ক্ষেত্রফল হবে ভূমির পরিসীমা ও এর উচ্চতায় গুণফল, এবং সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করার সময় পার্শ্বতলের ক্ষেত্রফল সেই তলের ক্ষেত্রফল যোগ করতে হবে ভূমির ক্ষেত্রফল ও উপরের যে তলটি আছে বৃত্তাকার তল তার ক্ষেত্রে ফল।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: