বাজরিগার পাখি ডিম খেয়ে ফেলে কেন | করনীয় কি | বাজরিগার পাখি পালন| Grow Life
Автор: grow life
Загружено: 2023-11-18
Просмотров: 14922
Описание:
বাজরিগার পাখি ডিম খেয়ে ফেলে কেন | করনীয় কি | বাজরিগার পাখি পালন | Grow Life | Why budgie break there eggs Bangla | Why budgerigar bird break and eat there eggs
দেখুন পাখি তার নিজের ডিম তখন খেয়ে ফেলে যখন তার শরীরে বিভিন্ন ভিটামিন এবং মিনারেল এর ঘাটতি দেখা দেয়। বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতির কারণে পাখি তার নিজের ডিম খেয়ে ফেলে কিংবা ডিমের খোসা পাতলা হয় অথবা ডিম পাড়ার সময় ডিম ভেঙে যায়। এখন আপনি প্রশ্ন করতে পারেন ডিম পাড়ার সময় ডিম ভেঙে যায় কেন বা ডিমের খোসা পাতলা হয় কেন। এগুলোর কারণ হলো হাকিম শরীরে যখন বারবার ডিম প্রস্তুত হতে থাকে তখন তাকে শরীর থেকে প্রচুর পরিমাণে পুষ্টি উপকরণ ডিমের মধ্যে চলে যায় যার ফলে মেয়ে পাখির শরীরে বিভিন্ন ধরনের মিনারেল বা খনিজ উপকরণের ঘাটতি তৈরি হয় বিশেষ করে ক্যালসিয়াম এর ঘাটতি তৈরি হয় । যদি আমরা যথাসময়ে পাখির এই ক্যালসিয়ামের ঘাটতি নিরাময় করতে না পারি তাহলে পাখি তার ডিম ভেঙে ফেলবে বাচ্চাদের ঠোকরাবে কখনো কখনো ছেলে পাখিটার উপরেও আক্রমণ করবে। আপনি একটু খেয়াল করলে দেখবেন সব সময় যদি একজোড়া পাখির মধ্যে মারামারি বাজছে তবে সেক্ষেত্রে মারামারিটা মেয়ে পাখিটি শুরু করে। সে অনবরত তার পার্টনারকে মারতে থাকে এর কারণ হলো তার বডিতে মিনারেল এর ইন ব্যালেন্সের কারণে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনা। ফলাফল হিসেবে প্রাথমিক সিমটম হিসাবে ওরা ডিম খেয়ে ফেলা শুরু করবে তারপর আরো বড় সিম্পটম যখন দেখা দেবে তখন তার পার্টনার ছেলে পাখিটিকে মারতে শুরু করবে। যদি এ ঘাটের মাত্রা অনেক বেশি হয়ে যায় তবে এমনও দেখা যায় বাজরিগার পাখি তার বাচ্চাদের ঠুকরিয়ে মেরে ফেলে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: