ANM NEWS 13052018 এক স্বনির্ভর মায়ের গল্প, মাদার্স ডে স্পেশাল
Автор: ANM NEWS
Загружено: 2018-05-13
Просмотров: 110
Описание: মুরারি সিং, মুম্বই: আর্থিক রাজধানী মুম্বইয়ের এক মায়ের গল্প এটি। নিজের তিন সন্তানের জন্য তিনি ১৮ ঘন্টা করে কাজ করেছেন। দিন-রাত পরিশ্রম করে নিজের সন্তানদের সফল করতে চেয়েছিলেন এই মা। গত ২৫ বছর ধরে এই মা নার্স হিসেবে কর্মরত। মানব সেবার শপথ নিয়েছিলেন এই নারী। নিজের পেশাকে বংশ পরম্পরায় এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন তিনি। আর তাই নিজের সঙ্গে করে সন্তানকে নিয়ে যেতেন হাসপাতালে। নিজের সঙ্গে কাজ শেখাতেন নার্সিং এর। কিভাবে কাজ করা হয় হাসপাতালে। সবই নিজে শিখিয়েছেন নিজের কন্যা সন্তানকে। আর তাই পরীক্ষায় উত্তীর্ন হয়ে এই মেয়েও এখন নার্স। মা-মেয়ে দুজনেই মুম্বইয়ের মাল্টি প্লাস আসকর হাসপাতালে কর্মরত। অন্যদিকে ২৩ বছর বয়সি তাঁর ছেলেও আইটিআই পরীক্ষায় প্রথম হয়েছে। সেও মাকে সাহায্য করতে এগিয়ে আসে। পড়াশোনার পাশাপাশি একটি বাড়িতে খাবার তৈরি করে হোম ডেলিভারির কাজ করত তাঁর এই ছেলে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: