জাত গেলো পেট ভরলো না লো ওলো নাগরী //
Автор: GAANBABU / গানবাবু
Загружено: 2025-10-04
Просмотров: 740
Описание:
জাত গেলো পেট ভরলো না লো ওলো নাগরী
তুমি দেখা দিয়ে নিদয় হলে
কোথায় লুকালে গৌরহরি ।।
🌺🌺🌺
আমার জ্বলে যায় জীবন
আমি পাইনা দরশন
স্থির হতে পারিনা ঘরে করি কি এখন
আমার হৃদ কমলে আগুন জ্বলে
যন্ত্রণা হলো ভারি ।।
🌺🌺🌺
এতো উচিত নয় গো তার
গলেতে আমার
নিজ হাতে পরিয়ে দিলো কলঙ্কের হার
গেছে ডাকবে যে জগতের মাঝে
এখন হাত দিয়ে ডাকতে নারি ।।
🌺🌺🌺
দুঃখ বলবো কার কাছে
আমি মলেম জল খেছে
পাক কেটে ফাঁক করে গৌর যে চলে গেছে
এখন গৌর বিনে বাঁচবো কিসে
দুই নয়নে বয় বারি ।।
🌺🌺🌺
ভেবে যাদুবিন্দু কয়
আমার নাইরে কূলের ভয়
দেবো আমি পরাণ ভরে কুবীর চাঁদের জয়
আমার মান অপমান করে সমান
কুবীর মন্ত্র জপ করি ।।
🌺 রচনা - যাদুবিন্দু 🌺
#গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু #গানবাবু
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: