সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০ শিল্পীরা গান পরিবেশন করে
Автор: Muktijuddho 71 TV
Загружено: 2021-03-15
Просмотров: 43
Описание:
বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল প্লাটফর্মে বিভিন্ন ক্ষেত্রে অবদান ও শ্রেষ্ঠত্বের জন্য প্রদান করা হলো ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’। জমকালো আয়োজনে গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
স্বল্প সময়ের মধ্যে দ্রুত ডেলিভারি দিয়ে গ্রাহকের আস্থা অর্জনের স্বীকৃতি হিসেবে ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২০’ এর বেস্ট স্টার্টআপ পুরস্কার পেয়েছে ধামাকাশপিং ডটকম। ব্যবসা শুরুর ৩ মাসের মধ্যেই সুলভ মূল্যে সারা দেশে ৩ লাখের বেশি ডেলিভারি সম্পন্ন করেছে কোম্পানিটি। তাদের এই অর্জনকে স্বীকৃতি দিতে এবং জনমানুষের কল্যাণে আরও অবদান রাখতে ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’-এর বেস্ট স্টার্টআপ ক্যাটাগরিতে পুরস্কারটি পেয়েছে ধামাকাশপিং। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ধামাকাশপিংয়ের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দীন চিশতী এবং প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সিরাজুল ইসলাম রানা।
বেস্ট স্টার্টআপ ক্যাটাগরিতে পুরস্কার পাওয়ার পাশাপাশি বেষ্ট ই-কমার্স পার্সোনালিটি পুরস্কার পেয়েছেন ধামাকাশপিংয়ের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সিরাজুল ইসলাম রানা। পুরস্কার পাওয়ার অভিব্যক্তি প্রকাশ করে তিনি বলেন, ধামাকাশপিং দেশের ই-কমার্সকে এগিয়ে নিয়ে ও দেশের মানুষকে সর্বোচ্চ সেবা দেয়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। চ্যানেল আইয়ের এই স্বীকৃতি একটি স্টার্টআপ হিসেবে আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল।
তিনি আরও বলেন, যাত্রা শুরু তিন মাস পরেই দেশের এতোবড় একটা প্রতিষ্ঠান আমাদের পুরস্কৃত করেছে। অর্থাৎ আমরা ইতোমধ্যে দেশের ই-কমার্স খাতে পদচিহ্ন রাখতে পেরেছি এবং গ্রাহকদের ভালোমানের সেবা দিতে পেরেছি। আমরা ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০’ এর বেস্ট স্টার্টআপ নির্বিাচিত হওয়ায় গ্রাহক ও চ্যানেল আই কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
#muktijuddho71tv
#মুক্তিযুদ্ধ৭১টিভি
#মুক্তিযুদ্ধ_৭১_টিভি
#Fojit_Sheikh_Babu_Photography
#babufb@gmail.com
#8801712793386
#FojitSheikhBabu
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: