বান্দরবানের রোয়াংছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প - বান্দরবান সংবাদ
Автор: Bandarban Sangbad
Загружено: 2020-01-04
Просмотров: 191
Описание: বান্দরবানের দূর্গম এলাকা রোয়াংছড়ির বেতছড়ার অন্তর্ভুক্ত ঘেরাও মুখপাড়ায় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা সেবাও ঔষধ বিতরণ করেছে বান্দরবান সেনা জোন। বৃহস্পতিবার দুপুরে এইচিকিৎসা সেবাও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বান্দরবান সেনা জোন এর কমান্ডার লেঃ কর্ণেলআখতার-উস-সামাদ রাফি এর নির্দেশনায় এবং জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ওমর খালিদ রুমীর ব্যবস্থাপনায় চিকিৎসা সেব াপ্রদান করেন বান্দরবান জোনের রেজিমেন্ট মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃসানাউল্লাহ,ক্যাপ্টেন হুমায়রা শহীদসহ অন্যান্য মেডিক্যাল সহকারীগণ। এসময় উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সাব জোনকমান্ডার ক্যাপ্টেন আকিব আহমেদ এবং বেতছড়া ক্যাম্পকমান্ডার ক্যাপ্টেন ইশতিয়াক। এদিকে দূর্গম পার্বত্য এলাকা বান্দরবানের রোয়াংছড়ির বেতছড়ার অন্তর্ভুক্ত ঘেরাওমুখপাড়ার বাসিন্দাদের বিনামুল্যে বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে এই চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানে প্রায় ৩শতাধিক স্থানীয় অসহায় দুঃস্থ’ জনসাধারণ ও রোগীদেরকে চিকিৎসা সেবাপ্রদান এবং বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: