বিসমিল্লাহির রহমানির রহীম এর হাকিকত Mysteries of Bismillahir Rahmanir Rahim
Автор: CHAYAPATH PROKASHONI
Загружено: 2020-05-15
Просмотров: 2983
Описание:
00:00 সূচনা বক্তব্য: বিসমিল্লাহির রহমানির রহীম এর গুরুত্ব এবং তা কুরআন মজীদে কোথায় কতবার উল্লেখ আছে
01:30 বিসমিল্লাহির রহমানির…এর অর্থ। আল্লাহর যাতী নাম আল্লাহ এবং সেফাতি বা গুণবাচক নামের পরিচয় ও পরস্পরের পার্থক্য।
03:40 ফেরদৌসীর শাহনামার প্রথম বয়েতে আল্লাহ তাআলার যাতী নামের মাহাত্ম্য
05:25 রহমান ও রহীম নাম দুটির অর্থ ও তাৎপর্য
08:00 রহমান নামের আওতায় মুসলামান কাফের পাপী নেককার সবাই সমানভাবে প্রতিপালিত। কাফেররা দুনিয়াতে এর সুফল পেলেও আখেরাতে বঞ্চিত হবে।
10:20 রহীম নামের আওতায় কেবল ঈমানদাররা শামিল । দুনিয়াতে হেদায়ত ও তাওফীক এবং পরকালে জান্নাত লাভ এই নামের মহিমায়।
12:15 দুনিয়া আখেরাতে সাফল্য ব্যর্থতার বেলায় ঈমান ও কুফরি সরকারী জমি ভোগ করার বেলায় জমির দলিল থাকা না থাকার মতো।
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
বিসমিল্লাহির রহমানির রহীম এর অর্থ, তাৎপর্য, প্রেক্ষাপট ও অন্তরনিহিত শক্তি বিষয়ে আলোচনা করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী। Meanings, Background, Significance and unknown mysteries of Bismillahir Rahmanir Rahim. Discussant: renowned Islamic scholar Dr. Maulana Mohammad Isa Shahedi, Bangladesh.
========================================================================
বিসমিল্লাহির রহমানির রহীম। কুরআন মজীদে ১১৪ বার বিসমিল্লাহির রহমানির রহীম এসেছে। সূরা তাওবা ছাড়া প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ আছে।
বিসমিল্লাহর প্রথম আল্লাহ শব্দটি আল্লাহর যাতী বা সত্তাগত নাম। রহমান রহীম প্রভৃতি গুণবাচক নাম। সত্তাগত ও গুণগত নামের মাঝে পার্থক্য কতখানি। গুণগত নাম অন্য সৃষ্টির বেলায়ও অংশত প্রযোজ্য হতে পারে । কিন্তু যাতী নাম একমাত্র আল্লাহর জন্য খাস। আল্লাহর যাতী নামের মাহাত্ম্য সম্পর্কে মহাকবি ফেরদৌসীর শাহনামার প্রথম বয়েত এর বক্তব্য, আল্লাহ সম্বন্ধে মানুষের জ্ঞান আল্লাহর সত্তাগত নাম ছাড়া অতিক্রম করে যেতে পারে না।
রহমান ও রহীম একই অর্থবাচক নাম। তবে উভয়ের মাঝে পার্থক্য আছে। রহমান নামের প্রভাব বলয়ে মুসলমান কাফের, ভালো মন্দ সব লোক একাকার। আল্লাহর রহমত সবাই সমানভাবে ভোগ করে । কিন্তু রহীম নামের প্রভাবের সওগাত একমাত্র মুসলামনরাই লাভ করে। এর প্রভাবে হেদায়ত, ঈমান ও সৎকাজের তওফীক লাভ করে, কাফেররা যা থেকে বঞ্চিত। কাফের মুশরিক পাপীরা দুনিয়াতে রহমান নামের সুফল ভোগ করলেও আখেরাতে কেবল রহীম নামের প্রভাব থাকবে। আর তা লাভ করবে মুসলমানরা। শহরে সরকারী জমির উপর ঘরবাড়ি নির্মানের মত যাদের মালিকানা সত্ত্বের দলীল আছে তারাই ধরপাকড় থেকে রক্ষা পাবে। যাদের মালিকানাস সত্ত্বের দলীল নাই, তারা বঞ্চিত ও শাস্তির সম্মুখীন হবে। ঈমান ও ইসলাম জমির মালিকানা সত্তের দলীলের মতো।
সুলায়মান (আ), হুদহুদ পাখি ও রাাণী বিলকিস প্রসঙ্গ। বিলকিসের কাছে লেখা পত্রে বিসমিল্লাহর উল্লেখ সূরা নামালে আছে।
পুরো কুরআন মজীদের সারসংক্ষেপ সূরা ফাতিহা। সূরা ফাতিহার সারসংক্ষেপ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহীম।
বিসমিল্লাহর শক্তির পক্ষে হাদীস শরীফের দলীল। বিসমিল্লাহ বলার মাধ্যমে যন্ত্রে বিদ্যুৎ সংযোগের ন্যায় আল্লাহর সাথে বান্দার সংযোগ সৃষ্টি হয়। যারা ঈমানদার নয়, তাদের জন্য যুক্তি হচ্ছে কেউ যদি মনে করে কোনো উর্ধ্বতন শক্তির সাথে তার যোগাযোগ আছে তাহলে অত্যন্ত আত্মবিশ্বাসে বলিয়ান হবে এবং তার কাজে সাফল্য লাভের নিশ্চয়তা আছে। বিসমিল্লাহ মানুষের মনের হতাশা দূর করে। জীবন যুদ্ধে সকল প্রতিকুলতা কাটিয়ে উঠার শক্তি যোগায়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: