মিজানুর রহমান আজহারী Ifter Mahafil Qatar 2019 | Maulana Mizanur Rahman Azhari Qatar Rtv @ E M Akash
Автор: Emakash News24
Загружено: 2019-05-21
Просмотров: 7662
Описание:
#Azhar#Maulana#Mizanur#Rahman
Rtv Ifter Mahafil Qatar 2019 || See Maulana Mizanur Rahman Azhar|| Huzur's Waj BY E M Akash ||
কাতার প্রতিনিধি : ই এম আকাশ
আরটিভি দর্শক ফোরাম দোহা কাতারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে, কাতারের রাজধানী দোহার শালিমার প্লেসে। প্রধান বক্তা হিসেবে আলোচনা করছেন বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় ইসলামিক চিন্তাবিদ বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।আরটিভি দর্শক ফোরাম দোহা কাতারের সভাপতি আলহ্বাজ আলমগীর হোসেন আলীর সভাপতিত্বে , আরটিভি কাতার প্রতিনিধি এবং আরটিভি দর্শক ফোরাম দোহা কাতারের সাধারণ সম্পাদক ই এম আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন , আরটিভি দর্শক ফোরামের উপদেষ্টা মোঃ ইসমাইল মিয়া , উপদেষ্টা হাজি বাসার সরকার ,সহ -সভাপতি হাজি শাহ্জাহান ,সহ -সভাপতি মোঃ ইব্রাহিম , সহ -সভাপতি মোঃ এনাম , এরাবিয়ান এক্সচেঞ্জ এর ম্যানেজার নুরুল কবির চোধুরী ,সহ -সভাপতি ইয়াসিন মিয়া , সহ -সভাপতি মোঃ মিন্টু , সহ -সভাপতি জুম্মান পাটোয়ারী, সহ -সভাপতি মোঃ আবুল কালাম নূর প্রমুখ। এ সময় কমিউনিটি নেতাদের মাজে উপস্থিত ছিলেন যথাক্রমে মোঃ আব্দুল মুকিত, নূর মোঃ নূর , ওবায়দুর রহমান , রাজ্ রাজীব , শাহজালাল লিটন , বাবুল গাজী , খায়রুল আলম সাগর, প্রকৌশলী মেজবাহ উদ্দিন পেয়ারু, তৈয়বুর রহমান, রহিম পারভেজ ,মোঃ সাইদুল ইসলাম সাগর, মোস্তাফিজুর রহমান , সবুজ মিয়া , ওমর শরীফ টিটু , প্রমুখ । সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আকবর হোসেন বাচচু , মামুনুর রসিদ মামুন , সবুজ মল্লিক ,এম এ সালাম , মানিক চোধুরী প্রমুখ। অনুষ্ঠানে কাতারের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক , রাজনৈতিক , সাস্কৃতিক , ব্যাবসায়ী সমাজের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন ।বক্তারা বলেন প্রতি বছর মাহে রামাদানের ইফতার মাহফিল আরটিভির পক্ষ্যে থেকে যেনো অব্যাহত থাকে তার প্রত্তাশা করেন। পরে বিশ্ব মুসলিম জাহানের শানন্তি কামনা করে মাওলানা মিজানুর রহমান আজহারীর পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: