সাইফ কারিনার ছেলে রবীন্দ্রনাথ ঠাকুরের কে হয় জানেন %%%
Автор: News & Entertainment
Загружено: 2016-12-22
Просмотров: 705
Описание:
অবশেষে বহু প্রতীক্ষিত সেই দিন এলো। পৃথিবীতে আলোর মুখ দেখলো বলিউডের জনপ্রিয় দম্পতি সাইফ-করিনার প্রথম সন্তান। নাম রাখা হয়েছে তৈমুর আলি খান। যাকে নিয়ে এখন রীতিমতো উত্তাল গোটা দেশ। তার শরীরে বইছে নবাবের রক্তে।
তবে আপনি কি জানেন, কারিনাপুত্র আদতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর।
অবাক হচ্ছেন?
অবাক হওয়ারই কথা। কারণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তই বইছে তৈমুরের রক্তে।
কীভাবে?
রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদাদা দ্বারকানাথের ভাই গিরীন্দ্রনাথের ছেলে ছিলেন গুণেন্দ্রনাথ। তার ছেলে গগনেন্দ্রনাথের পুত্রের নাম ছিল কণকেন্দ্রনাথ। কণকেন্দ্রনাথের দৌহিত্রী হলেন শর্মিলা ঠাকুর। শর্মিলার নাতি হলো এই তৈমুর।
তবে শুধু এভাবেই নয়, অন্য এক দিক থেকেও রবীন্দ্রনাথের সাথে তৈমুরের গভীর সম্পর্ক রয়েছে। তৈমুরের দাদি হলেন শর্মিলা ঠাকুর। শর্মিলার দিদিমা ছিলেন ললিতা। তিনি আসলে রবীন্দ্রনাথের বড়দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নাতনি ছিলেন। ফলে তৈমুরের সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক যে বেশ শক্তপোক্ত তা বোঝাই যায়। এমন বংশলতিকাই তৈমুরের জন্মের পর থেকে ঘুরে ফিরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: