নিয়ামতের শুকরিয়া.....????
Автор: Quest For Taqqwa
Загружено: 2025-10-15
Просмотров: 57
Описание:
🙏 নেয়ামতের শুকরিয়া (Gratitude for Blessings) - এর ব্যাখ্যা
'নেয়ামতের শুকরিয়া' বলতে বোঝায়, আল্লাহ্ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত সকল অনুগ্রহ, সুবিধা ও ভালো জিনিসের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং ধন্যবাদ জ্ঞাপন করা। এটি ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত (উপাসনা) এবং নৈতিক মূল্যবোধ।
নেয়ামত কী? (What are Blessings?)
নেয়ামত (বা নিয়ামত) হলো আল্লাহ্র পক্ষ থেকে বান্দার প্রতি দেওয়া উপহার বা অনুগ্রহ। এই নেয়ামত দুই প্রকার হতে পারে:
প্রকাশ্য নেয়ামত (জahiriyah): যা বাইরে থেকে দেখা যায় বা অনুভব করা যায়।
উদাহরণ: সুস্বাস্থ্য, অর্থ-সম্পদ, সন্তান-সন্ততি, খাদ্য, পানীয়, আশ্রয়, নিরাপত্তা, জ্ঞান, ইত্যাদি।
অপ্রকাশ্য নেয়ামত (Batiniyyah): যা অনুভব করা গেলেও চোখে দেখা যায় না বা সহজে উপলব্ধি করা যায় না।
উদাহরণ: ঈমান (বিশ্বাস), শান্তি, মানসিক সন্তুষ্টি, সঠিক পথের দিশা, পাপ কাজ থেকে বেঁচে থাকার সুযোগ, ইত্যাদি।
শুকরিয়া কীভাবে আদায় করা যায়? (How to Show Gratitude?)
নেয়ামতের শুকরিয়া শুধু মুখে 'আলহামদুলিল্লাহ' (সকল প্রশংসা আল্লাহ্র) বলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি তিন উপায়ে প্রকাশ করতে হয়:
অন্তরের মাধ্যমে (Bill Qalb):
নেয়ামতের গুরুত্ব ও মূল্য স্বীকার করা।
দৃঢ়ভাবে বিশ্বাস করা যে, এই নেয়ামত একমাত্র আল্লাহ্র পক্ষ থেকেই এসেছে।
জিহ্বার মাধ্যমে (Bil Lisan):
মুখে 'আলহামদুলিল্লাহ' (সকল প্রশংসা আল্লাহ্র) উচ্চারণ করা।
আল্লাহ্র প্রশংসা ও মহিমা বর্ণনা করা।
অন্যের কাছে আল্লাহ্র নেয়ামতের কথা কৃতজ্ঞতার সাথে প্রকাশ করা।
কর্মের মাধ্যমে (Bil Jawarih):
নেয়ামতকে আল্লাহ্র পছন্দনীয় কাজে ব্যবহার করা। যেমন:
সুস্বাস্থ্যকে ইবাদত ও সৎকর্মে ব্যবহার করা।
অর্থ-সম্পদকে যাকাত, সাদাকা ও জনকল্যাণমূলক কাজে ব্যয় করা।
জ্ঞানকে মানুষের উপকারে ব্যবহার করা।
নেয়ামতকে অপব্যবহার (যেমন: অহংকার বা পাপ কাজ) করা থেকে বিরত থাকা।
তাৎপর্য (Significance)
পবিত্র কুরআনে আল্লাহ্ বলেছেন:
"যদি তোমরা শুকরিয়া (কৃতজ্ঞতা) করো, তবে আমি অবশ্যই তোমাদের (নেয়ামত) বাড়িয়ে দেবো। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, তবে জেনে রাখো, আমার শাস্তি অতি কঠোর।" (সূরা ইব্রাহিম, আয়াত ৭)
শুকরিয়া আদায়ের মাধ্যমে বরকত (কল্যাণ) বৃদ্ধি পায়, আল্লাহ্র সন্তুষ্টি লাভ হয় এবং মানুষ অহংকারমুক্ত ও বিনয়ী হয়। এটি মুমিনের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: