বাংলাদেশের প্রথম মেট্রোরেলে ভ্রমণ! 🇧🇩 ঢাকা মেট্রোরেল এর সম্পূর্ণ গাইড | Jobayer On The Go
Автор: JOBAYER ON THE GO
Загружено: 2025-11-08
Просмотров: 0
Описание:
🎥 Welcome to JOBAYER ON THE GO!
🚇 BANGLADESH METRO VLOG: বাংলাদেশের প্রথম মেট্রোরেলে ভ্রমণ! 🇧🇩 ঢাকা মেট্রোরেল এর সম্পূর্ণ গাইড | Jobayer On The Go
স্বাগতম আমার নতুন ভ্লগে! 🥳
স্বপ্ন ছিল মেট্রোরেলে চড়ার, আজ সেই স্বপ্ন পূরণ হলো! এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের প্রথম মেট্রোরেল (MRT Line-6)-এর ভেতর ও বাহিরের সম্পূর্ণ অভিজ্ঞতা। ঢাকা শহরের জ্যাম এড়িয়ে কত দ্রুত ও আরামদায়কভাবে ভ্রমণ করা যায়, সেটা আজ আপনারা দেখতে পাবেন।
এই ভ্লগে আপনি দেখতে পাবেন:
মেট্রোরেল স্টেশনের পরিবেশ: টিকেট কাউন্টার থেকে প্ল্যাটফর্ম পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা।
ভিতরের দৃশ্য: ট্রেনের বগি, সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং নিরাপত্তার ব্যবস্থা।
ভ্রমণের অভিজ্ঞতা: একটি স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে কত সময় লাগে।
টিকেট সিস্টেম: কীভাবে টিকেট কাটবেন, টিকেট কার্ড (MRT Pass) ব্যবহারের সুবিধা এবং খরচ।
ভ্রমণ গাইড: মেট্রোরেল ব্যবহার করে ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে যাওয়ার টিপস।
👉 এটা আপনার জন্য Vlog No: 3 (যদি আপনি সিকোয়েন্স মেনে চলেন)
🔔 Jobayer On The Go চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করুন এমন আরও দারুণ সব VLOG, ট্র্যাভেল টিপস এবং বাংলাদেশের অজানা জায়গার গল্প পেতে!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: