গৌরনদী উপজেলা বরিশাল ২০২৪। Gauranadi Upazila Barisal 2024
Автор: Lotus SK
Загружено: 2024-05-17
Просмотров: 5020
Описание:
গৌরনদী উপজেলা বরিশাল ২০২৪। Gauranadi Upazila Barisal 2024 #গৌরনদী #gauranadi গৌরনদী ভ্রমন গাইড
বরিশালের ঐতিহ্যবাহী উপজেলা হচ্ছে গৌরনদী উপজেলা।
বরিশাল জেলা সদর থেকে গৌরনদী উপজেলার দূরত্ব 35 কিলোমিটার। যেতে সময় লাগে ১ ঘন্টার মত। ঢাকা থেকে গৌর নদী উপজেলার দূরত্ব 135 কিলোমিটার যেতে সময় লাগে আড়াই ঘন্টার মত। বরিশালের প্রধান অর্থকরী ফসল হচ্ছে ধান এর পরের দ্বিতীয় অর্থকরী ফসল হচ্ছে পান। বরিশালের ১০ টি উপজেলায় পান চাষ হয়ে থাকলেও সবচেয়ে বেশি পানের চাষ হয় গৌরনদী উপজেলায়। গৌরনদী উপজেলায় ১০০০ হেক্টর এরও বেশি জায়গায় পানের চাষ হয় থাকে।
গৌরনদী নামকরণ নিয়ে মতভেদ রয়েছে অনেকের মতে হারিয়ালা নদীর শাখা নদী পালক নদীর রঙ ছিল গৌর বর্ণের। তাই গৌর এবং নদী এই দুটি নাম মিলে নাম হয়েছে গৌরনদী।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: