"তোর কিছু হলে আমি বাঁচতে পারবো না" //আমৃত্যু ভালোবাসি তোকে byসালমা চৌধুরী //পর্ব৩/৪ //BookTubebyKeya
Автор: Book Tube by Keya
Загружено: 2024-10-26
Просмотров: 239364
Описание:
" তোর কিছু হলে আমি বাঁচতে পারবো না। " // // আমৃত্যু ভালোবাসি তোকে byসালমা চৌধুরী // পর্ব ৩/৪//Book Tube by Keya
মেঘ আরও কিছুক্ষণ কেঁদে কয়েক সেকেন্ডের জন্য থামলো তবে তখনও ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। খানিক স্থির হওয়ায় আবিরের বুকের বাম প্রকোষ্ঠে থাকা হৃদপিণ্ডের প্রবল স্পন্দন অনুভব করছে যা বাহির থেকে স্পষ্ট শুনা যাচ্ছে। মেঘের কান্না থেমে গেছে, দুচোখ বেয়ে গড়িয়ে পড়া নোনাজলও থমকে গেছে। মেঘ ফোঁপানো কন্ঠে বলে উঠলো,
" আবির ভাই, আপনি ব্যতীত আমি একেবারে নিঃস্ব হয়ে যাবো। আমাকে ছেড়ে যাবেন না, প্লিজ। "
আবির একহাতে মেঘের মাথায় হাত বুলাতে বুলাতে মোলায়েম কন্ঠে বলল,
" এই বিস্তৃত নক্ষত্রমন্ডলকে সাক্ষী রেখে আবির মেঘকে কথা দিচ্ছে, আজ থেকে ঠিক পাঁচ মাস পর মেঘ যা চাইবে, ঠিক যেভাবে চাইবে সেভাবেই পাবে। মেঘের কোনো ইচ্ছে আমি আবির অপূর্ণ রাখবো না, কথা দিলাম। শুধু একটু ধৈর্য রাখ, প্লিজ।"
মেঘ কাঁদতে কাঁদতে বলল,
"আমি এর বেশি ধৈর্য রাখতে পারছি না, আবির ভাই। আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না। "
আবির সহসা মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে আর্তনাদ করে উঠল,
" তোর কিছু হলে আমি বাঁচতে পারবো না। "
#সালমা_চৌধুরী
#আমৃত্যু_ভালোবাসি_তোকে
#BooktubebyKeya
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: