আলু চাষে প্রধান সমস্যা ও তার সমাধান ll alu chas podhoti ll alu chas
Автор: Shariful's AGRI VLOG
Загружено: 2020-10-24
Просмотров: 2589
Описание:
আলু চাষে প্রধান সমস্যা ও তার সমাধান। Potato diseases and pests control
1.Late blight of potato
Phytophthora intestans নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয়।
ফসলের বাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে।
ফসলের পাতার অংশে আক্রমণ করে।
🔥ক্ষতির ধরণঃ
প্রাথমিক অবস্থায় পাতার উপর ছোপ ছোপ ভেজা বাদামী বা ফ্যাকাশে গোলাকার ও এলোমেলো পানিভেজা দাগ দেখা যায়।
আবহাওয়া অনুকূলে থাকলে এ সমস্ত দাগ সংখ্যায় ও আকারে দ্রুত বাড়তে থাকে এবং বাদামী থেকে কালো রঙ ধারণ করে।
পাতার নিচে সাদা সাদা পাউডারের মত ছত্রাক দেখা যায়।
🔥জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ
রোগমুক্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করা।
বর্ষা আরম্ভ হওয়ার আগে আগেই শুষ্ক আলু রোগমুক্ত এলাকা হতে বীজের জন্য সংগ্রহ করতে হবে।
অনেক সময় বীজ আলু ভাদ্রের প্রখর রৌদ্রে একমাস ভাল করে শুকাতে হয়। এর ফলে আলুতে কোন প্রকার জীবাণু থাকলে রৌদ্র তাপে তা নষ্ট হয়ে যায়।
প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাতের বীজ ব্যবহার করা।
আক্রান্ত গাছ দেখা মাত্র তুলে ধ্বংস করা।
অথবা নেমিসপোর ৮০ ডব্লিউ পি ৪৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।
2.Scabe of potato :
Streptomyces scabies নামক জীবানু দ্বারা স্ক্যাব রোগ হয়।
ফসলের বাড়ন্ত পর্যায়ে আক্রমণ করে।
স্ক্যাব রোগ শুধুমাত্র আলুতেই হয়ে থাকে।
🔥ক্ষতির ধরণঃ
হালকা দাদ হলে টিউবারের উপরে উঁচু এবং ভাসা বিভিন্ন আকারের বাদামী দাগ পড়ে।
রোগের তীব্রতা বৃদ্ধি পেলে টিউবারের গায়ে গোলাকার গর্ত বা ডাবা ডাবা পরে।
রোগের আক্রমণ সাধারণত ত্বকেই সীমাবদ্ধ থাকে।
🔥জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ
রোগমুক্ত ভালো বীজ ব্যবহার করা।
জমিতে মাটি পরীক্ষায় সুপারিশকৃত ইউরিয়ার বেশি ব্যবহার না করা ও বোরন সার ব্যবহার করা।
🔥রাসায়নিক পদ্ধতিতে দমনঃ
আলুর দাদ রোগ দমনের জন্য- এক্সট্রামিল ৭২০ ডব্লিউ পি ২০ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।
3.Leaf curl of potato
ভাইরাস জনিত রোগ।
ইহা আলুর একটি সাধারণ রোগ এবং সর্বত্রই দেখা যায়।
আক্রান্ত গাছের পাতা খসখসে, খাড়া ও উপরের দিকে মুড়ে যায়।
আগার পাতার রং হালকা সবুজ হয়ে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়।
গাছ সোজা হয়ে উপরের দিকে দাঁড়িয়ে থাকে। বৃদ্ধি স্থিমিত হয়ে খাটো হয়।
কখনো কখনো পাতার কিনারা লালচে বাদামী রং এর হয়।
রোগের ফলে আলু ছোটো হয় এবং ফলন অনেক কমে যায়।
🔥নিয়ন্ত্রণ :
জাব পোকা এ রোগের বাহক, তাই এদের দমনের জন্য- টিডো ২০ এস এল ৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে প্রতি ৫ শতকে স্প্রে করতে হবে। ১০ দিন পরপর ২/৩ বার।
4.potato beetle:
এরা গাছের রস চুষে খাওয়ার ফলে গাছ শুকিয়ে যায়।
এই পোকা এক ধরণের রস ছড়িয়ে দেয়, যেখানে বিভিন্ন ছত্রাক আক্রমণ করে।
ফলে দূর থেকে আক্রান্ত গাছকে নিস্তেজ ও কালো দেখায়।
গাছের বৃদ্ধি খুবই কম হয়।
তাছাড়া এই পোকা মুগ ও মাসকলাইয়ে হলুদ মোজাইক ভাইরাস রোগ ছড়ায়।
🔥নিয়ন্ত্রণ :
সাবানযুক্ত পানি স্প্রে করা যায় অথবা আধাভাঙ্গা নিমবীজের পানি (১ লিটার পানিতে ৫০ গ্রাম নিমবীজ ভেঙ্গে ১২ ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে) আক্রান্ত গাছে ১০ দিন পর পর ৩ বার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রন করা যায়।
অথবা টিডো প্লাস ৭০ ডব্লিউ ডি জি ২ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।
১০ দিন পরপর ২/৩ বার স্প্রে করতে হবে।
🔥🔥Special tips
বীজ আলু ৭০-৭৫ দিন রেখে গাছ কেটে দিতে হবে, যার দরুন আলুর ফলন ভাল হয়।
আলু পরিপক্বতা অর্জনের পর গাছ কেটে দিলে রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকে।
অনেকে আলু বিকেলের দিকে তুলে থাকেন কিন্তু এটা কখনই করতে যাবেন না। সবসময় আলু সকালের দিকে তুলে ফেলবেন।
আলু মাটি থেকে উঠিয়ে ফেলার পর প্রখর রোদে শুকানো যাবেনা। যদি একান্ত শুকাতেই হয় তাহলে এমন জায়গায় রাখুন যাতে সূর্যের প্রখরতা কম থাকে আর অবশ্যই আধা ঘন্টার যেন বেশী সময় ধরে আলু রোদে শুকানো না হয়।
আলু উত্তোলনের পর অবশ্যই সেগুলো বস্তা বন্দি করার সময় চটের বস্তা ব্যবহার করতে হবে। কেননা যদি প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হয় তাহলে আলু ক্ষতিগ্রস্ত হতে পারে। আলুতে কোনপ্রকার ঘষামাজা হলে সেই জায়গায় পচন ধরে অন্য আলুতে ছড়িয়ে পড়তে পারে।
অনেকেই আলু তুলে ক্ষেতেই রেখে দেন সেক্ষেত্রে আলুর উপস পাতলা চটের বস্তা দিয়ে ঢেকে দিতে হবে।
ক্ষেতের আলু পরিপক্ব হওয়ার ১০-১২ দিনের মধ্যে গাছ উপর থেকে মরতে শুরু করে তখনি উত্তম সময় আলু সংগ্রহ করার।
বৃষ্টির দিন কিংবা মেফহলা দিনে কখনই আলু উত্তোলন কয়ার যাবেনা।
আলু তোলার সময় খেয়াল রাখতে হবে যেন কোদাল দ্বারা কখনই আলু কেটে না যায় কেননা কাটা আলুতে দ্রুত পচন সৃষ্টি হয়।
আলু বাড়িতে নিয়ে আসার সময় লক্ষ্য রাখতে হবে যেন আলু কোনভাবেই থেতলে না যায়।
আলু যে ঘরে রাখা হবে সেই ঘরে যেন আলো বাতাস চলাচলের পর্যাওপ্ত জায়গা থাকে।
আলুর রাখার মেঝে অবশ্যই শুকনো
Copyright Disclaimer
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: