নোয়াখালীর বাসীর র্দীঘদিনের দাবী অবশেষে নোয়াখালী খাল পুনঃখননের উদ্যোগ|Noakhali|71Bangla TV
Автор: 71 Bangla Tv
Загружено: 2018-01-02
Просмотров: 419
Описание:
দখলে ভরাট আর দূর্ষনে নোয়াখালীর দুঃখ “নোয়াখালী খাল” অবশেষে পুনঃখননের উদ্যোগ নেয়া হয়েছে। ৪ঠা জানুয়ারি ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে এ প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নোয়াখালী বাসী ও মিডিয়া কর্মীদের লিখোনীতে দীর্ঘদিনের দাবি জলাবদ্ধতা দুরীকরণে বর্তমান সরকারের এ উদ্যোগে সর্বস্তরের মানুষের মধ্যে স্বতি দেখা দিয়েছে। নোয়াখালী প্রতিনিধি মোজাম্মেল হোসেন কামাল’র তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। নোয়াখালী খাল, বরোপিট খাল, আলগীর খাল, বামনী নদীসহ শাখা খাল ছোট-বড় মিলে নোয়াখালীতে ২৮৮ খাল রয়েছে। রাজনৈতিক প্রতিযোগিতায় বছরের পর বছর ধরে খালগুলোর বেশীর ভাগ দখলে আর দুষণে ভরাট হয়ে গেছে। খর¯্রােতা খাল কোথাও কোথাও নালায় পরিনত হয়েছে। এছাড়া পলি পড়ে খালের তলা উচুঁ হয়ে যাওয়ার কারণে প্রতি বছর বর্ষা মৌসুমে পানি সহজে নিস্কাষন না হওয়ায় দেখা দেয় প্রকট জলাবদ্ধতা ও বন্যা এবং শুষ্ক মৌসুমে দেখা দেয় ফসলী জমিতে পানির তীব্র সংকট। নোয়াখালী খাল পুনঃ খনন করে জলাবদ্ধতা থেকে রক্ষার পাশাপাশি তিন ফসল চাষাবাদের জন্য এ স্থানীয় এলাকাবাসী- জনপ্রতিনিধি ও প্রশাসনের দাবী ছিল দীর্ঘদিনের।গত ২৫ ডিসেম্বর সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের প্রধান জেনারেল ছিদ্দিকুর রহমানকে সাথে নিয়ে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন এলাকার নোয়াখালী খাল পুনঃখননের ফলক নির্মানের স্থান পরিদর্শণ শেষে সেতুমন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, নোয়াখালী খাল পুনঃখননের মধ্য দিয়ে নোয়াখালী বাসীর দুঃখ দূর হবে। পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, প্রকল্পটির মেয়াদ শেষ হবে ২০২১ সালের জুন মাসে। এর মধ্যে রয়েছে খাল খনন ১৮২ কিঃমিঃ, বামনী নদীর ৭ কিঃমিঃ ড্রেজিং, একটি রেগুরেলটার নির্মাণ, দুটি ড্রেনেজ স্লুইস নির্মাণ, ১০ কিঃমঃ নদীর তীর নির্মাণ, সাড়ে ১১ কিঃমিঃ বাঁধ নির্মাণ, ১১‘শ ৫২মিটার লুপ কাট খনন।
সেনবাহিনীকে দিয়ে কাজ করায় সরকারের এ উদ্যোগে খুশী জনসাধারন।
আর স্থানীয় জনপ্রিতিনিধিরা বলছেন, নোয়াখালী খাল পুনঃখননে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উদ্যোগ নোয়াখালীবাসী আজীবন স্মরন রাখবে এবং এর প্রতিদান ভোটের ব্যালটে তারা দিবেন।নাছির উদ্দিন : বলেন একটি টেকনিকেল টিমের মাধ্যমে কাজ শুরু হবে এতে নোয়াখালীবাসী দূ:খ দুর হবে
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: