জান্নাত জাহান্নামে মানুষকে কীভাবে ডুকাবে একবার দেখেন😭
Автор: জীবনের দাওয়াহ্
Загружено: 2025-09-10
Просмотров: 1676
Описание:
কিয়ামতের দিন মানুষের সামনে থাকবে দুটি রাস্তা। একদল মানুষ শান্তি ও আনন্দে জান্নাতের গেটের দিকে ছুটে যাবে। আল্লাহর রহমত তাদের চারপাশে থাকবে, তাদের মুখ হবে উজ্জ্বল, তারা প্রবেশ করবে জান্নাতের দরজায়— যেখানে থাকবে চিরস্থায়ী সুখ, প্রশান্তি ও নিরাপত্তা। 🌸
অন্যদিকে আরেকদল মানুষ একই পথে চলতে শুরু করলেও আধেক পথ পর্যন্তই যেতে পারবে। হঠাৎই তাদের জন্য খুলে যাবে জাহান্নামের দরজা। তারা পড়ে যাবে ভয়ঙ্কর আগুনে, যেখানে থাকবে চিরন্তন যন্ত্রণা, কান্না ও আফসোস। 🔥
এ দৃশ্য হবে এত ভয়ংকর যে, প্রত্যেক মানুষ নিজের অবস্থান নিয়ে আতঙ্কিত হবে। আজ আমরা কোন পথে আছি? জান্নাতের পথে নাকি জাহান্নামের পথে?
📖 আল্লাহ কুরআনে বহুবার সতর্ক করেছেন:
“যে জান্নাতের পথে চলে সে সফল, আর যে জাহান্নামের দিকে ঝুঁকে পড়ে সে ধ্বংসপ্রাপ্ত।”
👉 ভাই ও বোনেরা, আসুন আজই নিজেকে প্রশ্ন করি—আমরা কি সত্যিই জান্নাতের দিকে যাচ্ছি, নাকি গাফিলতির কারণে জাহান্নামের পথে হাঁটছি
তওবা করি, নামাজে ফিরে আসি, কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরি। কারণ সেই দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না, কেবল আমলই হবে আসল সম্বল।
#জান্নাত #জাহান্নাম #পরকাল #ইসলামিকভিডিও #তওবা
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: