বিদেশিনী ফুল চেরি~
Автор: Sonarong Visual Arts
Загружено: 2024-09-16
Просмотров: 90
Описание:
বিদেশিনী ফুল চেরি
চেরি ফুল দেখতে এতটাই সুন্দর যে কেউ বিমোহিত না হয়ে পারবেন না। বাংলাদেশে থেকে চেরি ফুল সরাসরি দেখা সম্ভব না। কারণ এটা শীত প্রধান দেশের ফুল। তবে না দেখলেও আমরা বহু বছর আগে থেকে এন্ড্রু কিশোরের কণ্ঠে ‘ওগো বিদেশিনী তোমার চেরি ফুল দাও আমার শিউলি নাও‘ শুনে শুনে চেরি ফুলকে জেনেছি। মনে ধারণ করেছি। আমাদের দেশের অনেকে ফুরুস ফুলকে চেরি ফুল মনে করেন। ফুরুস ফুলের ইংরেজি নাম ক্রেপ মারটেল।
গুচ্ছবদ্ধ চেরি ফুল সাধারণত গোলাপি, সাদা ও লাল রঙের হয়। পাপড়ি ও ফুলের গড়ন বিচিত্র। ফুল-ফল মিলিয়ে সারা পৃথিবীতে ৪৫০ জাতের চেরি ফুল পাওয়া যায়। পরাগরেণুতে মধু থাকায় ফুল ফুটলেই মৌমাছিরা ভিড় জমায়। ফোটা ফুল অনেকদিন পর্যন্ত টিকে থাকে। পাতা ঝরা গাছের শাখায় শাখায় চেরি ফুলের সাম্রাজ্য যে কাউকে মুগ্ধ করবেই। সেই ফুল ঝরে পড়ার পর নতুন পাতায় সবুজ রূপ ধারণ করে গাছ।
১৯১২ সালের ২৭ মার্চ দু দেশের বন্ধুত্বের সম্পর্ককে আরও জোরদার করতে ওয়াশিংটনের মেয়রকে ২০০০ চেরি গাছ উপহার দিয়েছিলেন জাপানের রাজধানী টোকিওর মেয়র। উপহারের অমর্যাদা করেনি যুক্তরাষ্ট্র। তাই ওয়াশিংটন ডিসিতে রোপণের পরে সারা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য চেরি গাছ। বসন্তে সেখানেও ফোটে হাজার হাজার চেরি ফুল। প্রথম সেখানে চেরি ব্লসম উৎসব অনুষ্ঠিত হয় ১৯৮২ সালে। তখন এটি শুধুমাত্র তিনদিনের একটি উৎসব ছিল আর এখন এটি মাসব্যাপী উদযাপন করা হয়।
জাপানের চেরি ব্লসম এখন আর শুধুমাত্র জাপানিজদের উৎসব নয়। উৎসবের রঙ গত কয়েক শতকে বিশ্বকে রাঙিয়ে দিতে অন্যান্য দেশেও পালিত হয়ে আসছে। ভৌগলিক দূরত্ব পেরিয়ে অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা ও ইংল্যান্ডসহ পৃথিবীর নানা দেশে মৈত্রী বা বিজয়ের প্রতীক হিসেবে এই উৎসব উদযাপিত হচ্ছে।
জাপান আমেরিকার সঙ্গে বন্ধুত্ব সুরক্ষার উদাহরণ রেখেছিলেন অপূর্ব চেরি ফুল গাছের চারা উপহার দিয়ে। আর দ্বিতীয় মহাযুদ্ধের সময় ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে যুদ্ধ বিমান থেকে পারমাণবিক বোমা ছুঁড়েছিলো মার্কিন বৈমানিক টি বেটস। তার তিনদিন পরে ফেলে নাগাসাকি শহরে। এতে হিরোশিমায় ১ লক্ষ ৪০ হাজার ও নাগাসাকিতে ৭৪ হাজার মানুষ মারা যায়। তার দুই বছরের মধ্যে বোমার পার্শ্বপ্রতিক্রিয়ায় রোগাক্রান্ত হয়ে মারা যায় আরও ২ লক্ষ ১৪ হাজার মানুষ। হে নৃশংস মানুষ, বন্ধুত্বের এ কেমন নিদর্শন?
যুদ্ধ নয়, টিকে থাকুক ফুলেল বন্ধুত্ব!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: