একদিনে ৮ ঝর্না🤔বোয়ালিয়া ট্রেইল,মিরসরাই
Автор: Sarothi's Diary
Загружено: 2024-04-08
Просмотров: 10
Описание:
বোয়ালিয়া ট্রেইল A-Z, মিরসরাই, চট্টগ্রাম।
কম কষ্টে, এক দিনে,এক ট্রেইলে একাধিক ঝর্না দেখতে হলে আপনাকে বোয়ালিয়া ট্রেইলে যেতে হবে।এই ট্রেইলে আপনি দেখবেন বোয়ালিয়া,বাউশ্যা,আন্দারমানিক ঝর্না,ন হাইত্যে খুম,ঊঠান ঢাল।পুরো ট্রেইলটি শেষ করতে ৪-৫ ঘন্টা লাগবে।
এই ট্রেইলটিতে দুটি অংশ আছে। প্রথম অংশে এই ট্রেইলের সবচেয়ে সুন্দর বোয়ালিয়া ঝর্ণা। আর ২য় অংশে সবচেয়ে সুন্দর ঝিরিপথ, পালাকাটা খুম বা শুকরমারা ঝর্ণা, উঠান ঢাল, আন্দারমানিক ঝর্ণা ও ন হাইত্য ঝর্ণা
বোয়ালিয়া ঝর্ণা:
মেঠো পথ পাড়ি দিয়ে ঝিরি পথে এগুলেই পরবে সামনে। এই ট্রেইলের সবচেয়ে সুন্দর ও মূল ঝর্ণা বোয়ালিয়া ঝর্ণা। তবে ট্রেইলটা খুব সাদামাটা। যদি বৃষ্টি থাকে বা ঝর্ণায় পানি বেশি থাকে তবে একটু জায়গা সাঁতার কেটে যেতে হয়। তাই ভেতরে যেতে ভয় পেলে পাশেই পাহাড়ে উঠে ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে পাবেন। তবে এই ঝর্ণার সবচেয়ে ভালো লাগার বিষয় হল ঝর্ণার ভেতেরে একটু ফাকা জায়গা রয়েছে। এক কথায় ঝর্ণার পেটের ভেতর প্রবেশ করে জল ভেদ করে প্রকৃতিকে নতুন রুপে দেখতে পাবেন।
অন্যান্য ঝর্ণা:
এবার মূল ট্রেইলে প্রবেশ করতে বেক করে আসতে হবে কিছুটা। তারপর আবার পাহাড়ি পথ দিয়ে হেটে যেতে হবে আরেকটি ঝিরি পথের উদ্দেশ্যে। সেই ঝিরি পথে রয়েছে বড় বড় পাথর আর চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছোট ছোট ছড়া। এভাবে হাটতে হাটতে সামনেই ডানপাশে ছোট্ট একটা লুকনো ঝিরিপথ দেখতে পাবেন। আপনার সাথে গাইড না থাকলে মিস করে যাবেন। ছোট ঝিরি পথ দিয়ে প্রবেশ করলে পড়বে পালাকাটা খুম বা শুকরমারা ঝর্ণা। এই ঝর্ণার বিশেষত্ব হল এর উপরে একটি গিরিখাত রয়েছে। তাইলে ঝর্ণার উপরে উঠে ভেতরে থেকে ঘুরে আসতে পারেন। এরপর ছোট ঝিরি পথ থেকে বেড় হয়ে ডানপাশ দিয়ে এগিয়ে যাবেন। সামনেই চোখে পরবে উঠান ঢাল। উঠান ঢালটিকে দেখতে এত সুন্দর যা না দেখলে বর্ণনায় তুলে ধরা সম্ভব নয়। এই ঢাল পার হতে বড় বড় পাথর চোখে পরবে। এই পথটা একটু কঠিন। খুব সাবধানে এগিয়ে যেতে হবে। তারপর কিছুটা পথ পারি দেবার পর এক জায়গা দেখবেন ঝিরিপথ দুভাগে ভাগ হয়ে গিয়েছে। এটা আন্দারমানিক বা আন্দারমাণিক্য ঝর্ণা এবং আরেক পাশে ন হাইত্যেকুম ঝর্ণা।
বলেরাখা ভালো ঝুম বৃষ্টি না থাকায় ট্রেইলে পানি কম তাই জুলাইয়ে যেতে পারেন 😊
কিভাবে যাবেন :
ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে সরাসরি চলে আসুন মিরসরাই বাজারে। মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের গেট দিয়ে ভতরে প্রবেশ করে সিএনজি নিয়ে নিন। সিএনসি পাহাড়ের মুখে এসে দাঁড়াবে।
নোট: সিএনজি নামিয়ে দেবার পর আপনারা বাম দিক দিয়ে গ্রামের দিকে প্রবেশ করবে। সোজা ভুলে পাহাড়ে উঠবেন না, এই ভুলটা সবাই করে।
এই ট্রেইল এর সবগুলো ঝর্ণা সুন্দরভাবে উপভোগ করার জন্য স্থানীয় গাইড এর সহায়তা নেওয়া ভালো।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: