ভিয়েতনামী বারোমাসি আঠা বিহীন গাম লেস কাঁঠাল।
Автор: অনিক নার্সারি-বগুড়া (Anik_Nursery-bogura)
Загружено: 2025-09-09
Просмотров: 519
Описание:
আসসালামু আলাইকুম
সকল জাতের দেশি বিদেশি ফল ফুল চারা গাছ ক্রয় করতে আমাদের অনিক নার্সারিতে সরাসরি কল করুন দেশে ৬৪ টি জেলাতেই আমরা কুরিয়ার কন্ডিশন এর মাধ্যমে চারা পৌছে দিয়ে থাকি আমাদের কাছে পাবেন নিত্যনতুন ফল গাছ ফুল গাছও না না ধরনের ঔষধি চারা গাছ তাই আর দেরি না করে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে সরসরি কল করুন ধন্যবাদ।
ভিয়েতনামের বারোমাসি পিংক কাঁঠাল অপুর্ব স্বাদের!!!
বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল বিশ্বের সবচেয়ে বড় আকৃতির ফল। উপরের আবরন কাটাযুক্ত হলেও ভেতরে রসালো সুমিষ্ট কোষ। সাধারণ সবুজ রঙের কাঁঠাল আমাদের দেশের সর্বত্র দেখা গেলেও কাঁঠালের আরেক প্রজাতি লাল, পিংক কাঁঠাল দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশে।
সৌন্দর্য ও বৈচিত্রের কারনে দেশী কাঁঠালের পাশাপাশি বাংলাদেশে ক্রমেই জনপ্রিয়তা লাভ করছে ভিয়েতনামের পিংক রংঙের কাঁঠাল। মুলত থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভিয়েতনাম কাঁঠালের বেশকিছু সংখ্যক উন্নত জাত অবমুক্ত করেছে। তার অন্যতম হলো ভিয়েতনামি আঠাবিহীন রঙ্গিন কাঁঠাল। এই কাঁঠালের সাইজ কিছুটা ছোট হলেও ভেতরে ছোবড়া নেই বলে পুরোটাই কোষে ঠাসানো।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউড (বারি) মহাপরিচালক ডক্টর নাজিরুল ইসলাম বলেন- আমাদের দেশের আবহাওয়া ও মাটি কাঁঠাল চাষের উপযোগী। আর এ কারণে যেকোনো দেশের জাত এখানে চাষ করা সম্ভব। বর্তমানে বাজারে হাইব্রিড জাতের বিভিন্ন কাঁঠাল এর জাত পাওয়া যাচ্ছে এর মধ্য ভিয়েতনামি পিংক কাঁঠাল গাছ অন্যতম যা সারা বছর ফল দিয়ে থাকে। এই ফলগুলা বড় হলে কাঠালের ভিতরে পিংক কালার হয় এবং এই পিংক কাঁঠাল খেতে খুব মিষ্টি স্বাদের হয়। অতি সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর কাঁঠাল গাছে ফুল আসার পর মুচি থেকে কাঁঠাল বড় হয়ে সেই কাঠাল পাকতে ৪ থেকে ৫ মাস সময় লাগে।
কাঁঠালের পুষ্টিগুণ রয়েছে অনেকঃ-
ভিটামিন A, C ও B-6 সহ কাঁঠালে যেসব ভিটামিন থাকে, তাতে একে বহুগুণ সম্পন্ন বলা চলে। কাঁঠালে থাকা ভিটামিন A এর কল্যাণে মাথার চুল ভালো থাকে, দৃষ্টিশক্তি বাড়ে ও চোখের সমস্যা কমে। এতে থাকা ভিটামিন C রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অ্যাজমা, কাশি, সর্দি ও ক্যানসারের মতো রোগ দূর করে। এর ভিটামিন B-6 রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদরোগের ঝুঁকি কমায়। কাঁঠালে বিদ্যমান ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম হাড়ের গঠন ও হাড় শক্তিশালী করণে ভূমিকা পালন করে এর, খনিজ উপাদান আয়রন যা দেহের রক্তাল্পতা দূর করে।
সতর্কতা- কাঁঠালে প্রচুর পরিমান আমিষ থাকায় এটি গুরুপাক ফল এবং হজম হতে সময় বেশি নেয়। অধিক পরিমাণে কাঁঠাল খেলে বদহজম হতে পারে। তাছাড়া ডায়েবেটিক আক্রান্ত রোগীদের কাঁঠাল খেতে সতর্কতা এবং চিকিৎসক এর পরামর্শ মেনে চলা উচিত।
ভিয়েতনামি লাল কাঁঠাল হলো ভিয়েতনামের একটি জনপ্রিয় এবং উন্নত জাতের কাঁঠাল, যা এর মিষ্টি ও সুগন্ধি স্বাদের জন্য পরিচিত এবং এর ফলগুলো লাল রঙের হয়। এই আঠাবিহীন, রঙিন কাঁঠালটি বাংলাদেশেও বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে এবং এর ব্যাপক চাহিদা রয়েছে।
প্রধান বৈশিষ্ট্য:
রঙ ও স্বাদ:
এর মাংস বা কোষগুলো লালচে-কমলা রঙের হয় এবং স্বাদে মিষ্টি ও সুগন্ধি হয়।
আঠা বিহীন:
এটি আঠাবিহীন একটি জাত, যা খেতে সহজ।
ফলন:
সঠিক পরিচর্যা করলে এটি দ্রুত ফলন দেয় এবং সারা বছর ধরেই এর ফলন পাওয়া সম্ভব, যা এটিকে বাণিজ্যিকভাবে লাভজনক করে তুলেছে।
চাষ:
এটি গ্রীষ্মমন্ডলীয় ও উপ-ক্রান্তীয় জলবায়ুর জন্য আদর্শ এবং বাংলাদেশেও এর চাষ সফলভাবে করা হচ্ছে।
ভিয়েতনামি বারোমাসি কাঁঠাল (Vietnam All Season Jackfruit) একটি বিশেষ জাতের কলম করা কাঁঠাল, যা সারা বছর ধরে ফল দেয় এবং এটি ছোট গাছেই প্রচুর কাঁঠাল ফলানোর জন্য পরিচিত।
মোবাইল :০১৭০১৮৭৪৮৮৬
Whatsapp/imo:01701874886 (রাকিব)
প্রতিষ্ঠাতা:এজবার মন্ডল (ইকবল)
মোবাইল :০১৭৩৩৭২৩২৫০
#চারাগাছ #০১৭০১৮৭৪৮৮৬ #অনিক_নার্সারি #নার্সারি #অনিক_নার্সারি_বগুড়া #বাগান #চারা #মাতৃগাছ #আম #গাছ #ভিয়েতনামিপিংককাঁঠাল #কাঁঠাল #jackfruit #কাঁঠালগাছ #পিংককাঁঠাল #jackfruittree #ছাদবাগান #viralpost #কৃষি #কৃষক #agriculture #পিংক_কাঠাল #বারোমাসি #কাঠাল #রেড_কাঁঠাল #গ্রিন_কাঠাল #আঠাবিহীন #গামলেস #জাতীয়_ফল_কাঁঠাল #মাতৃগাছ #ফলসহ #অনিক_নার্সারি_বগুড়া #অনিক_নার্সারি #চারা_বাগান #ফলগাছ #বারোমাসি_মাতগাছ #কাঠাল_গাছ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: