হেলিকপ্টারের ভেতরে নিঃশব্দে কাঁদছেন বাবা | Helicopter | Comilla | Fly | Pilot | Probashir Helicopter
Автор: probashir helicopter
Загружено: 2025-11-03
Просмотров: 347
Описание:
💔 একজন বাবার হেলিকপ্টারযাত্রা
হেলিকপ্টারের ভেতরে এক বাবা নিঃশব্দে কাঁদছেন—
কারণ, তাঁর একমাত্র তিন বছরের রাজকন্যা পানিতে ডুবে চলে গেছে না-ফেরার দেশে। বিদেশের মাটিতে ছিলেন তিনি, দক্ষিণ আফ্রিকার এক প্রবাসী কর্মঠ মানুষ।
সংবাদটা শুনেই বুকফাটা আর্তনাদে ভেঙে পড়েন, পাগলের মতো ছুটে আসেন প্রিয় মাতৃভূমিতে—শুধু মেয়ের মুখটা শেষবার দেখার জন্য।
সময়ের সাথে প্রতিযোগিতা করে তাঁকে দ্রুত বাড়িতে পৌঁছে দেয় প্রবাসীর হেলিকপ্টার। এই যাত্রা ছিল কান্নার, ব্যথার—একজন বাবার শেষ দেখা পাওয়ার লড়াই।
🚁 যেকোনো জরুরি মুহূর্তে ও মানবিক সেবায় পাশে আছে প্রবাসীর হেলিকপ্টার লিমিটেড।
📞 হটলাইন: 01797-577533
🔴 সতর্কবার্তা – প্রবাসীর হেলিকপ্টারের নামে প্রতারণা থেকে সাবধান!
প্রিয় সম্মানিত যাত্রীগণ,
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি প্রবাসীর হেলিকপ্টার-এর নাম ও লোগো ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ খুলে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করছে। বিষয়টি আমরা গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছি এবং ইতোমধ্যে তাদের শনাক্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ শুরু করেছি।
🛑 আপনাদের প্রতি বিশেষ অনুরোধ:
✅ আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর শুধুমাত্র দুটি:
📞 +8801849-920409
📞 +8801797-577533
✅ উল্লিখিত নম্বর ব্যতীত অন্য কোনো মাধ্যমে আমাদের প্রতিনিধিত্ব করা হয় না।
✅ সব ধরনের লেনদেন সরকারি রশিদ ও অনলাইন সিস্টেমের মাধ্যমে সম্পন্ন করা হয়।
🌐 আমাদের একমাত্র অফিসিয়াল ওয়েবসাইট:
🔗 www.probashirhelicopter.com
⚠️ দয়া করে প্রতারকদের ফাঁদে পা দিয়ে প্রতারিত হবেন না। কোনো সন্দেহ হলে উল্লিখিত নম্বরে সরাসরি যোগাযোগ করুন।
আপনার নিরাপত্তা ও আস্থাই আমাদের অগ্রাধিকার।
– প্রবাসীর হেলিকপ্টার কর্তৃপক্ষ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: