দুই নামায মুনাফিক রা পড়তে পারেনা #
Автор: Ai Islamic Content 2.0
Загружено: 2025-06-13
Просмотров: 830
Описание:
বাজার, শপিংমল কিংবা দোকানপাটে গিয়ে মানুষ বর্তমান সময়ে গুনাহ বোঝাই করে ফেরেন। ‘পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার’ (মুসলিম: ৬৭১)। তবে, সামান্য আমলেই অনেক নেকি অর্জন করার সুযোগ রয়েছে নিকৃষ্টতম এই স্থানটিতেও।
রহমতের নবী (স.) তাঁর প্রিয় উম্মাহকে এমন এক দোয়া শিখিয়েছেন, যেটি বাজারে গিয়ে পড়লে আমলনামায় যোগ হবে ১০ লাখ নেকি। এই দোয়াকে অনেকে ১০ লাখ নেকির দোয়া বলে থাকেন। দোয়াটি হলো—
لاَ إِلَهَ إِلاَّ اللّٰهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، يُحْيِيْ وَيُمِيْتُ، وَهُوَ حَيٌّ لاَ يَمُوْتُ، بِيَدِهِ الْخَيْرُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমিতু, ওয়াহুয়া হাইয়্যু লা ইয়ামূতু, বিয়াদিহিল খাইরু, ওয়া হুওয়া আলা কুল্লি শাই-ইং কাদির।
অর্থ: আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, সকল ক্ষমতা তাঁরই, সমস্ত প্রশংসা তাঁর জন্য, তিনিই জীবন ও মৃত্যু দেন, তিনি চিরঞ্জীব, কখনো মৃত্যুবরণ করবেন না, তাঁর হাতেই মঙ্গল এবং তিনিই সবসময় সকল কিছুর ওপর ক্ষমতার অধিকারী।
রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যে ব্যক্তি বাজারে প্রবেশ করে উপরোক্ত দোয়াটি পড়ে- তার জন্য আল্লাহ তাআলা দশ লাখ নেকি বরাদ্দ করেন। একইসঙ্গে দশ লাখ গুনাহ মাফ করেন এবং দশ লাখ গুণ সম্মান বৃদ্ধি করেন।’ (তিরমিজি: ৩৪২৮; ইবনে মাজাহ: ৫/২৯১, হাদিস: ৩৮৬০; হাকেম: ১/৫৩৮)
অন্য বর্ণনায় আছে, ‘বাজার প্রবেশ করে, যে ব্যক্তি দোয়াটি পাঠ করবে- আল্লাহ তাআলা তার জন্য ১০ লাখ পুণ্য লিপিবদ্ধ করবেন, ১০ লাখ পাপ মোচন করবেন, তাকে ১০ লাখ মর্যাদায় উন্নীত করবেন এবং জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন।’ (তিরমিজি: ৩৪২৯; ইবনে মাজাহ: ২২৩৫, তাওহিদ পাবলিকেশন; মিশকাত: ২৪৩১ হাদিস একাডেমি)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বাজারে প্রবেশের সময় উল্লেখিত দোয়াটি পড়ার তাওফিক দিন এবং গুনাহের জায়গা থেকে গোনমুক্ত হওয়ার, সেইসঙ্গে অগাধ সওয়াবলাভের তাওফিক দান করুন। আমিন
#mizanur_rahman_azhari
#shortvideo
#motivation
#best
#facts
#islamiccalltoprayer
#love
#viralvideo
#vital
#ইসলামিক_ভিডিও
#Islamic
#foryou
#aiislamiccontent2.0
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: