বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ৫ম শ্রেণির ছাত্রী, ফুফাকে জরিমানা
Автор: Channel 1 Bangladesh
Загружено: 2025-06-30
Просмотров: 14
Описание:
বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ৫ম শ্রেণির ছাত্রী, ফুফাকে জরিমানা
বিয়ের অনুষ্ঠানের মাত্র ঘণ্টা খানেক আগে পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের ৫ম শ্রেণি পড়ুয়া লামিয়া আক্তার (১৪)।
রবিবার দুপুরে প্রশাসনের হস্তক্ষেপে তার বিয়ে বন্ধ হয়।
রবিবার উপজেলার পূর্ব আলীপুর গ্রামের রেজাউল আকন এর মেয়ে লামিয়া(১৪) কে তার ফুফা হালান সরদার জোর পূর্বক বিয়ে দেয়ার আয়োজন সম্পন্ন করেন।
এদিকে বর একেই ইউনিয়নের চর আলীপুর গ্রামের। খবর পাওয়ার পর বর পক্ষের লোকজন আর কনের বাড়িতে যাননি।
৫ম শ্রেণির ছাত্রী অল্প বয়সে দাদি ও ফুফা জোর পূর্বক বিয়ে দেয়ার চেষ্টা করায় ফুফা হালান সরদার কে ৫০০০(পাঁচ) হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত।
এলাকার বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার একটি বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর সঙ্গে চর আলীপুর গ্রামের এক যুবকের বিয়ের আয়োজন চলছিল। মেয়ের নানার অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনা স্থলে এসে লামিয়ার জন্মনিবন্ধন দেখে লামিয়ার বয়স ১৪বছর নিশ্চিত হন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবা ইসলাম জানান, পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে একটি বাল্য বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। এ সময় ছাত্রীর ফুফাকে ৫০০০ হাজার টাকা জরিমানা এবং উভয় পক্ষ থেকে প্রাপ্ত বয়স্ক না হাওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার জন্য মুচলেকা নেয়া হয়।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: