বরফের মহাদেশ অ্যান্টার্কটিকা | Antarctica: The Frozen Continent
Автор: Discover with shaharia
Загружено: 2024-11-07
Просмотров: 18
Описание:
পৃথিবীর সবচেয়ে উচ্চতম, শীতলতম এবং শুষ্কতম মহাদেশ এন্টার্কটিকা। এ মহাদেশের পরিবেশ এতই দুর্গম যে এখানে কোন মানুষের পক্ষে স্থায়ীভাবে বসবাস করা সম্ভব নয়। আয়তনের দিক থেকে এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পরে , এই মহাদেশের অবস্থান। এর আয়তন প্রায় ১৪ মিলিয়ন বর্গকিলোমিটার।
পৃথিবীর সর্বদক্ষিণের জনমানবহীন রহস্যেঘেরা মহাদেশ এন্টার্কটিকা সম্পর্কে জানব এই পর্বে।
অ্যান্টার্কটিকা একাধারে বিশ্বের শীতলতম এবং শুষ্কতম মহাদেশ। তাছাড়া বিশ্বে বরফ হিসেবে জমাটবদ্ধ সুপেয় পানির শতকরা প্রায় নব্বই ভাগই এই মহাদেশে অবস্থিত। অ্যান্টার্কটিকার এমন অর্জনের তালিকা বেশ দীর্ঘ। অন্যদিকে বিশ্বের মহাদেশগুলোর মধ্যে দুর্গমতম হওয়ায় এই অ্যান্টার্কটিকা নিয়ে গুজবেরও কমতি নেই কোন। যেমন ধরুন, পৃথিবী সৌরজগতের অন্য গ্রহগুলোর মত গোলাকার নয়, এমন উদ্ভট দাবির সমর্থকরা মনে করেন, অ্যান্টার্কটিকা মহাদেশ আসলে পুরো পৃথিবীকে ঘিরে রাখা একটি বরফের দেয়াল মাত্র। তবে এ ধরণের বিশ্বাস এবং বক্তব্য অ্যান্টার্কটিকা এবং পৃথিবী সম্পর্কে নিজের অজ্ঞতারই বহিঃপ্রকাশ। দুর্গম এবং রহস্যময় এই অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে আপনাদের কিছু পরীক্ষিত তথ্য জানাতে এই ভিডিওটি তৈরী করা হয়েছে।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: