রবীন্দ্র জয়ন্তীতে জ্ঞানবিকাশিনীর শ্রদ্ধাঞ্জলি | রবি ঠাকুরের জন্মদিন | Rabindranath Tagore |
Автор: Team Gyanbikashini
Загружено: 2023-05-08
Просмотров: 23
Описание:
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ।
শুভ জন্মদিন হে আমার প্রাণের রবি! মহান তুমি জন্মেছিলে এই দিনে আর তারপরেই তুমি সৃষ্টি করলে,
"তুমি মিশেছো মোর দেহের সনে
তুমি মিলেছো মোর প্রাণে মনে"
তুমি মিশে গেলে এই বাংলায়, এই জনমানবমনে, রয়ে গেলে যুগের পর যুগ। তোমার মত করে কেউ যে কখনো বলেন নাই,
"আজি হতে শতবর্ষ পরে
কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি"
একটিবার, আরেকটিবার এসে দেখে যাও হে মহান কারিগর। শতশত নহে, সহস্রবৎসর পরেও তুমি রয়ে যাবে আমাদের মাঝে তোমার অপলক সাহিত্যকর্ম দিয়ে।
তুমি জানো প্রাণের রবি,
"কতোবার ভেবেছিনু আপনা ভুলিয়া,
তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া"
সেই ভাবনা যে আমার অসম্পূর্ণই রহিয়া গেলো তোমার অভাবে।
কোথায় বাঁকী রহিলো বলো দেখি! এইতো, এইতো তুমি এসেছো আজিকে, ওহে তোরা দেখ আমার প্রাণের রবি, হ্যাঁহ্যাঁ জোড়াসাঁকোর রবি এসেছেন আজ আমাদেরই মাঝে,
"আজি এ প্রভাতে রবির কর,
কেমনে পশিল প্রাণের পর,
কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত-পাখির গান,
না জানি কেন রে এতোদিন পরে
জাগিয়া উঠিলো প্রাণ"
তুমি সত্যিই মোর দেহের সনে মিশে আছো হে প্রাণের রবি। কি করে তার প্রকাশ ঘটাই! কি করে বুঝাই বলো! কি দিয়ে বুঝাই,
"চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি"
তোমার অমর কবিতাখানি "ক্ষুধিত পাষাণ" যখন পড়ি, প্রাণ কেঁদে ওঠে গো! কেন ছিলে এতোদিন ওই রাজপ্রাসাদে! কেন আরও আগে এলে না! কেন তুমি আমায় নিয়ে আরও আগে লিখলে না! অভিমান জমে আছে কতো তা কি তুমি জানো? না! জানো না। জানবেই বা কি করে! সামান্য অভিমাণ করতেই তো বলে ওঠো,
"তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার
জনমে জনমে যুগে যুগে অনিবার।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার–
কত রূপ ধরে পরেছ গলায়, নিয়েছ সে উপহার
জনমে জনমে যুগে যুগে অনিবার"
তোমার মতো আর কেউ কখনো আসবে না হে মোর প্রাণের রবীঠাকুর। বিদায় বেলায় যেখানে আমার বলিবার কথা ছিলো, সেখানে তুমি আবারও মহৎ হইয়া বলিয়া গেলে,
"তোমারে যা দিয়েছিনু,
সে তোমারই দান, গ্রহণ করেছো যতো
ঋণী ততো করেছো আমায়, হে বন্ধু বিদায়"
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: