হিটলার কেন ইহুদিদের এত ঘৃণা করতেন ? হিটলারের জীবনের গল্প | Adolf Hitler | History of Adolf Hitler
Автор: With Reaz
Загружено: 2024-06-25
Просмотров: 694
Описание:
#হিটলার #Hitlar
হিটলারের জীবনের গল্প | Adolf Hitler | Life History of Adolf Hitler
হিটলারের কারণেই ইহুদিরা ইসরায়েলে ঘাঁটি গাড়ে? | News | Ekattor TV
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে হিটলার প্রায় ৬০ লাখ ইহুদীকে হত্যা করেছিলেন। কিন্তু হিটলার কেন এই হত্যাযজ্ঞ চালিয়েছিলেন–এ নিয়ে দীর্ঘ ৭৫ বছর ধরেই গবেষণা করে চলেছেন ইতিহাসবিদরা। তাদের গবেষণা থেকে হিটলারের ইহুদী নিধন বা হলোকাস্টের বেশকিছু উঠে এসেছে, যেগুলো হলো:
প্রথমত. কিশোর বয়সে হিটলার অনেক ছবি আঁকতেন। তখন তার খুব ইচ্ছা ছিল আর্ট স্কুলে ভর্তি হওয়া। সে সময় হিটলার অস্ট্রিয়ার ভিয়েনাতে থাকতেন। জানা যায়, তাকে আর্ট কলেজে থেকে বেশ কয়েকবার প্রত্যাখ্যাত হতে হয়েছিল। কারণ আর্ট স্কুলের রেকটর ছিলেন ইহুদি এবং ইহুদি ছাত্ররা সংখ্যাগরিষ্ঠ ছিল পুরো কলেজে।
দ্বিতীয়ত. হিটলারের মনে ইহুদি বিদ্বেষের বীজ বপন হয়েছিল ১৯০৭ সালে, যখন তার মা ক্লারা মারা যান একজন ইহুদি ডাক্তার এডওয়ার্ড ব্লোচ-এর অধীনে চিকিৎসারত অবস্থায়, যদিও এ বিষয়ে সব ইতিহাসবিদ একমত হতে পারেননি।
তৃতীয়ত. হিটলার প্রথম বিশ্বযুদ্ধে জার্মানদের পরাজিত হওয়ার কারণ হিসেবে একমাত্র ইহুদিদের দায়ী করতেন। তার আরও দৃঢ় বিশ্বাস ছিল, ৯ নভেম্বর, ১৯১৮ সালে জামার্নির রাজতন্ত্রের বিলোপ ইহুদিদের দ্বারা সংগঠিত হয়েছিল। তাছাড়া হিটলার লক্ষ করেন, জার্মান দেশে বসে ইহুদীরা জার্মানির ব্যবসা-বাণিজ্য-সহ অনেক কিছুই নিয়ন্ত্রণ করছে, যা তিনি মেনে নিতে পারেননি।
চতুর্থত. ইতিহাসবিদ ইয়াহুদ বাউয়ারের মতে, ইহুদী নিধন বা হলোকাস্টের মূল কারণ ছিল আদর্শগত, এর শেকড় হিটলারের কাল্পনিক অলীক জগৎ (ইলিউশনারি ওয়ার্ল্ড অব নাজি ইমাজিনেশন)। হিটলার মনে করতেন যে, একটি আন্তর্জাতিক ইহুদি চক্রান্ত চলছে পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে। তাই ইহুদিদের নির্মূল করতে পারলেই তিনি বিশ্ব জয় করতে পারবেন এমন একটি ধারণা তার মধ্যে কাজ করছিল। তবে কোনো ইতিহাসবিদ মনে করেন, মধ্যযুগের পর থেকেই জার্মান সমাজে ও সংস্কৃতিতে এন্টি সেমিটিজম অর্থাৎ হিব্র“, আরব, আসিরীয় ও ফিনিসীয় জনগোষ্ঠীর প্রতি বিরোধিতা ছড়িয়ে পড়ে।
পঞ্চমত, হিটলারের নাৎসীবাদের মূলনীতি ছিল– জার্মানদের ভাষা হবে জার্মান, তারা হবে আর্য রক্তের এবং তারা থাকবে সকল ধর্মীয় কুসংস্কার থেকে মুক্ত। তাছাড়া হিটলারের মতে, জার্মানরা সুপিরিয়র জাতি, তাই তাদের অধিকার রয়েছে বিশ্বকে শাসন করার, যে বিশ্ব হবে ইহুদীমুক্ত।
তবে, ইহুদীদের প্রতি হিটলারের মনে যে প্রচন্ড ঘৃণা ও বিদ্বেষের জন্ম হয়েছিল তা কোনো ধরনের উগ্র চিন্তা বা অন্যায়বোধ থেকে জন্মলাভ করেনি বলে অনেক ইতিহাসবিদ মনে করেন। কারণ হিটলার ইতিহাস সম্পর্কে ছিলেন অত্যন্ত সচেতন।
হিটলারের উক্তি
হিটলারের জীবনী বাংলা pdf
হিটলারের ধর্ম
হিটলার মানে কি
হিটলারের সেনাবাহিনীর নাম
হিটলারের আত্মজীবনী pdf
হিটলারের জীবনী বাংলা বই
হিটলারের ছবি
what is anti-semitism,world war ii,history of holocaust,holocaust,israel vs palestine,bangla documentary,হলোকাস্ট,হলোকাস্ট কি,ইহুদি গণহত্যা চালানো হয়েছিলো কেন,হলোকাস্ট কেন সংঘটিত হয়েছিলো,হিটলার কেন ইহুদীদের নির্মূল করতে চেয়েছিলেন,ইহুদি ইতিহাস,দ্বিতীয় বিশ্বযুদ্ধ,ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের কারণ কি,বাংলা ডকুমেন্টারি
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: