তুফানের মূল ভিলেন কী নিশো? Toofan । Nisho । Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2024-05-09
Просмотров: 207849
Описание:
#Afran_Nisho #Nisho #Toofan #নিশো
তুফান সিনেমার টিজারে তিনি কে? ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ধারণা করা হচ্ছে, ছবির মানুষটি আফরান নিশো এবং তিনি তুফান সিনেমার অন্যতম বড় চমক।
তুফান সিনেমায় নাকি আফরান নিশোর থাকার কথা ছিল। কিন্তু নিশো চরিত্রটি না করায় সেখানে কলকাতার যীশুসেনগুপ্তকে নেয়া হয়েছে বলে শোনা গিয়েছিল। তবে বিষয়গুলো নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান কোনো মন্তব্য করেনি।
নিশোর অনেকদিন ধরে পর্দার আড়ালে থাকা, বড় চুল রাখায় ভক্তরা দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন। নিশো তার ফেসবুকে ১৬ এপ্রিল একটি ছবি পোস্ট করেন। যার ক্যাপশনে লেখা ছিল চুপ। তুফানের টিজার প্রকাশের পর এগুলোকে ইঙ্গিত হিসেবে মনে করতে পছন্দ করছেন সিনেমাপ্রেমীরা।
আসলেই তুফান সিনেমায় নিশো আছেন কিনা বা মেষমেশ কি চমক থাকছে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ২০২৩ সালের কোরবানি ঈদে মুক্তি পায় নিশো অভিনীত প্রথম সিনেমা সুড়ঙ্গ। তারপর থেকেই নিভৃতে আছেন এ অভিনেতা।
তুফান সিনেমায় নিশো থাকুক আর না থাকুক, অভিনেতার একাধিক সিনেমা রয়েছে ঘোষণার অপেক্ষায়। নিশোর ভক্তরাও অপেক্ষা করছেন, কবে তারা বড় পর্দায় দেখতে পাবেন তাদের প্রিয় অভিনেতাকে।
copyright © A BIJOY TV Production-2024
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: